বদরুল আলম,পশ্চিম মেদিনীপুর:
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ভাসাপোল ভেঙ্গে গেল আজ । জানা গেছে , বাঁশের ধাক্কায় এই ঘটনা ঘটেছে । এখন নদীর এপার থেকে ওপারে যাওয়া বন্ধ রয়েছে । এরকম ঘটনা ঘটে চলেছে বারংবার ।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঘাটাল থেকে বাঁশ শিলাবতী নদীতে ভাসিয়ে দিয়ে নিয়ে যায় গেওখালীতে । জলপথে বাঁশ পরিবহন করা যায় খুব কম খরচে তাই বাঁশ ব্যবসায়ীরা এই ভাবে চালিয়ে যাচ্ছে বাঁশ ব্যবসা । নদী পথে এই ব্যবসা বছরভর করে যাছে অথছ কোন লাইসেন্স ছাড়াই ।
ঐতিহ্যবাহী ভাসাপোলকে বারবার অাঘাত করে বিছিন্ন করে দিচ্ছে বাঁশ পরিবহনকারীরা , অথচ তাদের বিরূদ্ধে কোন ব্যাবস্থা নেওয়া হয়নি কোন অজানা কারনে ।
বাঁশ ব্যবসায়ীরা তাদের ব্যবসা বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে দিনের পর দিন ।
ঘাটাল পৌরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ বাঁশ ব্যবসায়ীদের বিরূদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থার নেওয়ার কথা শুনিয়েছেন ।
এখন দেখার অাদৌ কোন ব্যাবস্থা নেয় কিনা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584