হেরোইন সহ মুর্শিদাবাদ জেলা পুলিশের জালে ধৃত ভাই-বোন

0
209

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Brother and sister arrested with Heroin
ধৃত দুই ভাই বোন।নিজস্ব চিত্র

ফের মিলল মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতার সফলতা।একের পর এক অস্ত্র ব্যবসায়ী মাদক পাচারকারী ধরা পড়েছে পুলিশের জালে।এবার প্রায় দু’কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার একই পরিবারের দুইজন।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানা এলাকায়।

Brother and sister arrested with Heroin
নিজস্ব চিত্র
Brother and sister arrested with Heroin
উদ্ধার হওয়া হেরোইন।নিজস্ব চিত্র

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ফারাক্কা থানা এলাকার ৩৪ নং জাতীয় সড়কের উপরে অবস্থিত একটি বেসরকারি হোটেল থেকে এক মহিলা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ১৪ গ্রাম হেরোইন।

আরও পড়ুনঃ লক্ষাধিক টাকার হেরোইনসহ দুই মহিলা গ্রেপ্তার

Brother and sister arrested with Heroin
সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ।নিজস্ব চিত্র

যার বাজার মূল্য বর্তমানে প্রায় দু’কোটি টাকা। বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলন করে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার শ্রী মুকেশ জানান,ধৃত দুইজন একই পরিবারের সম্পর্কে তারা ভাই ও বোন। ধৃতদের নাম শাকিল (২৮) ও শাকিলা বিবি (৩৬)।

বাড়ি বিহার রাজ্যের দারবঙ্গ এলাকায়।তবে এখন তারা মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকার বাণীগ্রাম পাইকপাড়ায় থাকতেন। ধৃতদের আজ জেলা আদালতে তোলা হচ্ছে।তাদের সাত দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here