সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
বিশেষ চাহিদা সম্পন্ন দুই ভাই বোনের বড় দুই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় খুশির হাওয়া পরিবারে। ছোট ভাই মাধ্যমিক,দিদি উচ্চমাধ্যমিক পাস করল এই বছর।দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের দিনমজুর সুভাস ধাড়ার এক মেয়ে আর এক ছেলে।মেয়ে যুথিকা ধাড়া,ছেলে জয়ন্ত ধাড়া। দুজনেই জন্ম থেকে ১০০% প্রতিবন্ধী।
প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মেয়ে যুথিকা উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান,এবং ছেলে জয়ন্ত ধাড়া মাধ্যমিকে তৃতীয় স্থান পেয়েছে।দুই ভাই বোন কোমরের উপর ভর দিয়ে চলাফেরা করে।দুজনের উচ্চতা ৩ ফুটের মধ্যে।মা ছবি রানী ধাড়া,ছেলে মেয়ে দুজনের স্কুলে নিয়ে যায় সাইকেলে করে।
আরও পড়ুনঃ প্রতিকূলতাকে জয় করে মেধাকে কাজে লাগিয়ে এগোতে চায় দুই ভাই
মুখ্যমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানবিক ভাতা দুই ভাই বোনে পাচ্ছে।দুজনই পেয়েছে সবুজ সাথী সাইকেল।কিন্তু এরপর সমস্যা আরও গুরুতর, যুথিকা আর কলেজে পড়তে পারবে না।কারণ কলেজটা অনেক দূরে, সেখানে কোলে করে বা সাইকেলে করে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানালেন যুথিকার মা।মেয়েকে কম্পিউটার শেখাবার ইচ্ছে আছে তাঁর। তবে এত কিছু প্রতিকূলতার মাঝে উঠে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে এই পরিবারটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584