রোগীর আত্মীয়দের দ্বারা নৃশংসভাবে আক্রান্ত চিকিৎসক

0
106

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

চিকিৎসায় ‘গাফিলতি’ অভিযোগে এক রোগিণীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কান্ড বাধে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ভাঙ্গচুর চালায় মৃতের আত্মীয়রা। পাশাপাশি চিকিৎসক বিপুল ঘোষ ও কর্তব্যরত কর্মীদের নৃশংসভাবে মারধোর করে।এই ঘটনার সিসিটিভি ফুটেজে ফুটে উঠেছে আক্রমনের ভয়াবহতা।আক্রমণের নৃশংসতায় শিউড়ে উঠতে হয়।আহত চিকিৎসককে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চলছে ভাঙচুর পর্ব।নিজস্ব চিত্র

হাসপাতালসূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ হেমতাবাদ ব্লকের ছোট কান্তোরের বাসিন্দা তাবেদা খাতুন শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ নিয়ে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। সেই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃবিপুল ঘোষ ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। তারপরেই তাবেদা খাতুন মারা যায়।এই খবর জানাজানি হতেই তাবেদার আত্মীয়রা হাসপাতালে এসে ভাঙচুরের পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক বিপুল ঘোষ ও কর্মীদের মারধোর করে বলে অভিযোগ।রোগীর আত্মীয়ের মারে গুরুতর আহত হয় চিকিৎসক বিপুল ঘোষ। তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ।মৃতের পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার জন্য এই রোগীর মৃত্যু হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here