নির্বাচনের আগে সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা সুদৃঢ় করতে প্রশাসনিক বৈঠক

0
99

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

২২৭ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে ঘেরা উত্তর দিনাজপুর জেলায় আইনশৃঙ্খলা উন্নতি, চোরাচালান বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে মঙ্গলবার রায়গঞ্জ কর্নজোড়ায় মাল্টিপারপাস হলে যৌথ মিটিং করল বিএসএফ ও উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। বৈঠকে হাজির ছিলেন বিএসএফ এর রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টি. জি. সিমটে সহ বি এস এফ- এর আধিকারিকেরা।সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বিএসএফ এর নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে।পাশাপাশি বিএসএফ- পুলিশ সমন্বয় রেখে কাজ করার উপরেও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার তিনদিক ঘিরেই রয়েছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখা। ২২৭ কিলোমিটার এই আন্তর্জাতিক সীমানার ওপারে আজও বহু ভারতীয় মানুষের কৃষিজমি রয়েছে। বিএসএফ এর কড়া নজরদাড়ির মধ্যে সীমান্তের গেট দিয়ে নির্ধারিত সময়ে এপারের মানুষ ওপারে গিয়ে চাষাবাদ করেন।সম্প্রতি সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচারসহ একাধিক অপরাধমূলক ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন।আগামী বছরের গোড়াতেই দেশের লোকসভা নির্বাচন।

প্রশাসনিক বৈঠক। নিজস্ব চিত্র

সীমান্ত পেরিয়ে এপারে এসে কোনও নাশকতামূলক কাজকর্ম যাতে না ঘটে তারজন্য সতর্ক প্রশাসন আগে থাকতেই জেলায় থাকা ১৪৬, ১৭১, ৯৪, ১৩৫, ৫১, ১৬৭ নম্বর মোট ছটি ব্যাটালিয়ানের বিএসএফ আধিকারিকদের সাথে বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক ও জেলা পুলিশ সুপারসহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।এসময় যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না যাতে না ঘটে সেজন্য বিএসএফ জওয়ানদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন বিএসএফ এর রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টি জি সিমটে।

টি জি সিমটে,ডি আই জি বিএসএফ,রায়গঞ্জ সেক্টর।নিজস্ব চিত্র

পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও তারা সতর্ক দৃষ্টি রেখেছেন বলে জানান বিএসএফ কর্তা। তিনি এও জানান, পুলিশ ও প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করার ফলে সীমান্তে আইনশৃঙ্খলা অনেক উন্নতি ঘটেছে।কমেছে চোরাচালান,গরুপাচারসহ নানা অপরাধমূলক কাজকর্ম।

সুমিত কুমার,উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার।নিজস্ব চিত্র

জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন,জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকাজুড়ে যেসব গ্রাম রয়েছে সেসব গ্রামগুলিতে চোরাচালান,পাচারসহ অপরাধমূলক কাজকর্ম প্রতিরোধে বিএসএফ এর সাথে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here