খালিদ মুজতবা, মুর্শিদাবাদঃ
গভীর রাতে জলঙ্গীর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুটি পৃথক জায়গা থেকে প্রচুর পরিমাণে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করল বিএসএফ । বিএসএফের গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল ভারত -বাংলাদেশ সীমান্তবর্তী কাছারিপাড়া ও খাসমহল এলাকা দিয়ে কয়েকজন পাচারকারী রাতের অন্ধকারে ফেন্সিডিল ও গাঁজা পাচার করবে।
সেইমতো জলঙ্গীর ১৪১ ব্যাটেলিয়নের দুই এলাকার বিএসএফ সদস্যরা এলাকায় টহল দিতে থাকে। গভীর রাতে তাদের নজরে পড়ে ৭-৮ জন পাচারকারী মাথায় করে কিছু জিনিস ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিল।
বিএসএফ তাদেরকে দাঁড়াতে বললে তারা মাথায় থাকা জিনিসপত্র ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তবর্তী কাকমারি ও কাচারীপাড়া এলাকাতে গা ঢাকা দেয়। যেহেতু এই দুটি গ্রাম সীমান্তবর্তী তাই পাচারকারীরা গ্রামবাসীদের সহায়তা নিয়ে গা ঢাকা দেয়।
আরও পড়ুনঃ ব্রাউন সুগার সহ গ্রেফতার তিন
পরে রাতে তল্লাশি চালিয়ে ১৪১ ব্যাটেলিয়ান বিএসএফ এক হাজার পঁচিশ বোতল ফেন্সিডিল ও সাড়ে নয় কিলো গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা ও ফেন্সিডিল নদীয়া জেলার হুগোলবাড়িয়া থানা ও মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার হাতে তুলে দেয় বিএসএফ।
আরও পড়ুনঃ গৃহবধূর কাছ থেকে ছিনতাই হওয়ার ঘটনায় গ্রেফতার আরও ১ দুষ্কৃতী
সাংবাদিকদের সামনে, ১৪১ বিএসএফ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট অফিসার শ্রী এন. এস রাউতেলা জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা সীমান্তবর্তী ওই দুই এলাকাতে বিএসএফের পাহারা বাড়িয়ে দেন। যার ফলে পাচারকারীরা নেশাজাতীয় দ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পাচার করতে সক্ষম হয়নি।
তিনি আরও জানান, তিনি ও তাঁর বাহিনী দিনরাত সীমান্তে অতন্দ্র পাহারা দিচ্ছেন, যাতে জলঙ্গীর ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কোন রকম অবৈধ জিনিস পাচার না হতে পারে। এর আগেও তারা এই ধরণের নেশা জাতীয় দ্রব্য বরংবার বাজেয়াপ্ত করেছে সীমান্ত থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584