পাচার করা গাড়ি সমেত ফেনসিডিল বাজেয়াপ্ত বি এস এফের

0
94

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করা সহ ১২৬০০ বোতল ফেনসিডিল কাফ সিরাপ উদ্ধার করল বি.এস.এফ।মঙ্গলবার গোপনসূত্রে খবর পেয়ে বি.এস.এফ-এর ১২২নং ব্যাটালিয়নের ছত্রহাটি পোস্টের বি.এস.এফ জওয়ানরা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে বেকারহাট এলাকায় দ্রতগতিতে থাকা একটি সন্দেহজনক বোলেরো গাড়ি এবং একটি মারুতি ভ্যানকে আটক করে এবং গাড়ি দুটি থেকে ৫১০০ বোতল ফেনসিডিল কাফ সিরাপ উদ্ধার করে।

নিজস্ব চিত্র

জানা গেছে আটক করা গাড়ি দুটি সমেত উদ্ধার হওয়া ফ্রেন্ডসিডিলের আনুমানিক বাজার দর ১৩ লক্ষ ৬৫ হাজার ২৭৫ টাকা। বি.এস.এফ সূত্রে খবর গাড়িটিকে আটক করতে পারলেও অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ির চালক এবং গাড়িতে থাকা চোরাচালানকারী পালিয়ে যায়।ঘটনার কিছুক্ষণ বি.এস.এফ-এর ১২২ নং ব্যাটালিয়নের ছত্রহাটি পোস্টের বি.এস.এফ জওয়ানরা তপন ব্লকের করদহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি টিনের দোকানে তল্লাশি অভিযান চালিয়ে আরও ৭৫০০ বোতল ফেনসিডিল কাফ সিরাপ উদ্ধার করে।যার বর্তমান আনুমানিক বাজার দর ১০ লক্ষ ৫১ হাজার ৮৭৫ টাকা।জানা গেছে বি.এস.এফ-এর ১২২ নং ব্যাটালিয়নের ছত্রহাটি পোস্টের জওয়ানদের চালানো এই অভিযান উদ্ধার হওয়া দ্রব্যের বর্তমান মোট বাজার দর ২৪ লক্ষ ১৭ হাজার ১৫০ টাকা।বি.এস.এফ-এর সূত্রে খবর এই অবৈধ চোরাচালানের সঙ্গে পার্থ সাহা,সমীর দাস, লিটন মহন্ত,ঝন্টু চক্রবর্তী এবং তাদের অবৈধ সিন্ডিকেট জড়িত।এই বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া দ্রব্যগুলিকে তপন থানার হাতে তুলে দিয়েছে বি.এস.এফ কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র ফেনসিডিল উদ্ধার বি এস এফের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here