তিনিই ‘অক্সিজেন’! ২৮ শের ব্রিগেডের মঞ্চ চাইছে বুদ্ধদেবকে

0
254

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

buddhadeb bhattacharya | newsfront.co
ফাইল চিত্র

তিনিই ‘অক্সিজেন’ এখনও দলের, কমরেডদের। তাই ২৮শের ব্রিগেড দেখতে চাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

২৮শে ফেব্রুয়ারির সমাবেশে ব্রিগেডের মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যকে ভার্চুয়ালি চাইছেন সিপিআই(এম) দলের সমর্থকরা। বর্তমানে না থেকেও তাই প্রবলভাবে থাকছেন বুদ্ধদেব ভট্টাচার্য বলে মনে করছে দল। কিন্তু কী ভাবে ব্রিগেডের সভায় তাঁকে উপস্থিত করা হবে, তা নিয়ে চিন্তায় দলের কর্মীরা। বুদ্ধবাবু বর্তমানে অসুস্থতায় শয্যাশায়ী। চিকিৎসকের পরামর্শে গৃহবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী। আলিমুদ্দিন সূত্রে খবর, সেই পথ বার করতেই এখন ব্যস্ত রাজ্য নেতারা। সেদিন তাঁর জন্য তৈরি করা হচ্ছে ভার্চুয়াল মঞ্চ। এব্যাপারে জোটসঙ্গী কংগ্রেসের দিল্লি নেতৃত্বের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে খবর। তবে কংগ্রেস সূত্রে জানা গেছে, কংগ্রেসও চাইছে বুদ্ধবাবুর উপস্থিতি, সে শারীরিক বা ভার্চুয়াল যাই হোক।

গতবার ডাক্তারদের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই হাজির হয়েছিলেন বামেদের একক ব্রিগেডে। কিন্তু সেখানে হাজির হয়েও মঞ্চে ওঠা হয়নি। গাড়ি থেকেই নামতে পারেননি। বাধা হয়ে দাঁড়িয়েছিল কর্মী-সমর্থকদের উন্মাদনা ও ব্রিগেডের ধুলো। গাড়িতে বসেই ছিলেন। সর্বসাকুল্যে ছিলেন কুড়ি মিনিট। এবার বাড়ি থেকে কোনওভাবেই বেরোনো যাবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁর ডাক্তাররা। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কর্মীদের মনোভাব ভালই বোঝেন আলিমুদ্দিনের ভোট ম্যানেজাররা।

তাঁরা জানেন একবারটি চোখের দেখা দেখবার জন্য আকুল হবে পার্টির নিচুতলা। তাই যে কোনওভাবে বুদ্ধবাবুকে ব্রিগেডে আনতে উদগ্রীব লালপার্টির ম্যানেজাররা। শেষ ব্রিগেডে অডিও বার্তা শোনানো হয়েছিল অসুস্থ জ্যোতিবাবুর। কর্মী-সমর্থকদের চাপেই এই পদ্ধতি নিতে হয়েছিল। এবার পরিস্থিতি ভিন্ন। করোনা পরিস্থিতিতে ব্রিগেডে সভা। সুস্থ থাকলেও তাঁকে আনা সম্ভব নয়। কিন্তু ভোট বড় বালাই। তাঁর জনপ্রিয়তাকে ভোট ময়দানে কাজে লাগাতে হবে।

আরও পড়ুনঃ ডোমকলে হাতের মধ্য পদ্মফুল, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি বার্তাই পার্টির কর্মী—সমর্থকদের কাছে যথেষ্ট। এক্ষেত্রে চেষ্টা হবে প্রযুক্তির সাহায্য নিয়ে ভিডিও বার্তা দেওয়ার। জানা যাচ্ছে, পাম অ্যাভিনিউয়ের বাড়ির ভার্চুয়াল মঞ্চ থেকে ব্রিগেডের উপস্থিত বাম জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন বুদ্ধবাবু। সেই চেষ্টা যদি ব্যর্থ হয়, তাঁর অডিও বার্তা শোনানো হবে। তাতেও রাজি না হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর লিখিত ভাষণ পাঠ করা হবে মঞ্চে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ বিধানসভায় শাওনিকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব

রাহুল গান্ধী বা সর্বভারতীয় নেতাদের সম্মতি পাওয়ার পর কংগ্রেসের সঙ্গে কথা বলে বক্তা তালিকা তৈরি করতে চায় আলিমুদ্দিন। সেখানে বুদ্ধবাবুকে ভোট-ময়দানে ব্যবহারের কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। অর্থাৎ ডিজিটাল পর্দা বা লিখিত ভাষণ, যে পথেই হোক, ভোটযুদ্ধে ময়দানে নামা কর্মীদের উজ্জীবিত করতে ব্রিগেডের মঞ্চে বুদ্ধবাবুকে যে চা-ই, তা নিয়ে দ্বিমত নেই বিমান-সূর্যকান্ত-সুজন চক্রবর্তীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here