নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বুদ্ধদেব বসু স্মারক বক্তৃতা আযোজক পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি ২৭ সেপ্টেম্বর ২০১৯ সন্ধ্যা ৬ টা অবনীন্দ্র সভাঘর।
শিরোনাম কবিতায় নবত্ব বক্তা অধ্যাপক স্বপন চক্রবর্তী।
সভামুখ্য সুবোধ সরকার সভাপতি, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি।
পিয়ালী সেনগুপ্ত সচিব তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।
কবি সুবোধ সরকার লিখেছেন “তিনি আমাদের রিলকে ও জীবনানন্দ শিখিয়েছেন। তিনি আমাদের মেঘদূত ও পাস্তারনাক শিখিয়েছেন। শিখিয়েছেন ব্যদলেয়র এবং লিটল ম্যাগাজিনের সাহস ও বিপন্নতা। তিনি আমাদের আধুনিকতার আচার্য। বাংলা ভাষার সমস্ত বড় কবি তাঁর ছাত্র। ইতিহাসে এই ঘটনা দুবার ঘটেনি। তিনি আমাদের ঐতিহ্যের বাঁশি। তিনি আমাদের টি এস এলিয়ট। আজ এই উপমহাদেশে সাহিত্য নিয়ে যত বিদ্যাচর্চা তিনি তার গেটওয়ে।
তাঁকে নিয়ে বলবেন অক্সফোর্ডের ডিফিল, যাদবপুর ও প্রেসিডেন্সির অধ্যাপক স্বপন চক্রবর্তী।
এক ঘন্টার জন্য এলে ভাল লাগবে।”
বুদ্ধদেব বসু জন্ম হয়েছিল ১৯০৮ সালের ৩০ নভেম্বর, মৃত্যু হয় ১৮ মার্চ, ১৯৭৪ সালে। একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন। বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকের নতুন কাব্যরীতির সূচনাকারী অন্যতম কবি হিসেবে তিনি সমাদৃত। তবে সাহিত্য সমালোচনা ও কবিতা পত্রিকার প্রকাশ ও সম্পাদনার জন্য তিনি বিশেষভাবে সম্মাননীয়।
অল্প বয়স থেকেই কবিতা রচনা করেছেন, ছেলে জুটিয়ে নাটকের দল তৈরি করেছেন।
আরও পড়ুনঃ ফলতায় ৬৫তম রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা
প্রগতি ও কল্লোল নামে দু’টি পত্রিকায় লেখার অভিজ্ঞতা সম্বল করে যে কয়েকজন তরুণ বাঙালি লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতেই রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে সরে দাঁড়াবার দুঃসাহস করেছিলেন তিনি তাঁদের অন্যতম। ইংরেজি ভাষায় কবিতা, গল্প, প্রবন্ধাদি রচনা করে তিনি ইংল্যান্ড ও আমেরিকায়ও প্রশংসা অর্জন করেছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584