নিজস্ব সংবাদদাতা,মালদহঃজেলায় প্রথম শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয় তৈরী হতে চলেছে মালদা জেলার মহদিপুর আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তে। দুই দেশের যাত্রীদের সুবিধায় ভারতীয় সীমান্ত বাহিনী ও ইংরেজবাজার বিধানসভার বিধায়কের যৌথ উদ্যোগে প্রতিক্ষালয়টি তৈরী হবে। শুক্রবার সীমান্ত এলাকায় গিয়ে জায়গা পরিদর্শন করে এমনটায় জানালেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ।যাত্রী প্রতিক্ষালয়ের পাশাপাশি একটি পানীয় জলের জলাধারের ব্যবস্থা করা হবে। সেখানেও ঠান্ডা জলের সুব্যবস্থা থাকবে। সীমান্ত বাহিনী ও বিধায়কের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন দুই দেশের বাসিন্দারা।
মালদা জেলার মহদিপুর সীমান্ত দিয়ে নিত্যদিন পণ্যবাহী গাড়ী সহ দুই দেশের বহু মানুষ বৈধভাবে দুই দেশে যাতাযাত করেন। প্রতিদিন প্রায় শতাধিক মানুষ এই সীমান্ত দিয়ে পারাপার করেন। ভারতীয় ভূ-খন্ডে সমস্থ ব্যবস্থা তৈরী হলেও নিদিষ্ট যাত্রী প্রতিক্ষালয় না থাকায় সমস্যায় পড়তে হত। যাত্রীদের সীমান্ত পারাপারের সময় আনেক নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। বৈধ কাগজ পত্র দেখানো থেকে অনুমতি পাওয়া পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু মহদিপুর সীমান্তে প্রতিক্ষালয় না থাকায় রোদ বৃষ্টিতে সমস্যায় পড়তে হয়। তাই সুবিধার জন্য ভারতীয় সীমান্ত বাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় একটি যাত্রী প্রতিক্ষালয় তৈরীর আবেদন জানানো হয় স্থানীয় বিধায়কে। সেই মত সীমান্ত এলাকায় প্রতীক্ষালয় তৈরীর উদ্যোগ নেন বিধায়ক নিহারবাবু। শুক্রবার ভারতীর সীমান্ত বাহিনীর কর্তাদের নিয়ে জায়গা পরিদর্শনে যান নিহার বাবু।
এলাকা পরিদর্শন করে বিধায়ক নিহারবাবু বলেন, দুই দেশের যাত্রীদের জন্য সীমান্ত এলাকায় শীততাপ-নিয়ন্ত্রিত প্রতিক্ষালয় তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত বাজেট পেশ করা হবে। আনুমতি পেলেই কাজ শুরু করা হবে। এটি তৈরী হলে উপকৃত হবেন দুই দেশের বহু মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584