বেসরকারী এম্বুলেন্স চালকদের দাদাগিরি মহম্মদ বাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে

0
91

পিয়ালী দাস, বীরভূমঃ

মহম্মদ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সরকারি অ্যাম্বুলেন্স চালককে মারধর এবং রোগীকে টেনে নামানোর অভিযোগ বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে ।প‍্যটেলনগরে অবস্থিত মহম্মদ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সরকারি অ্যাম্বুলেন্স চালককে মারধর করল বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা।এমনকি রোগীকে অ্যাম্বুলেন্স থেকে টেনে নামানোর চেষ্টার অভিযোগ ওই চালকদের বিরুদ্ধে।মহম্মদ বাজার ব্লকস্বাস্থ্য কেন্দ্রে ১০২ পরিষেবার দুটি সরকারী অ‍্যাম্বুলেন্স চলে।হাসপাতাল চত্বরে আরো পাঁচটি বেসরকারি অ‍্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়।এর আগেও সরকারি অ‍্যাম্বুলেন্সে রোগীদের উঠতে না দেওয়া,প্রসূতিকে টেনে নামানোর অভিযোগ উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে ।

পুলিশকে অভিযোগ করছেন সরকারি এম্বুলেন্স চালকরা।নিজস্ব চিত্র

বুধবার সকালে যখন সরকারী অ‍্যাম্বুলেন্সের চালক অরূপ দাস রেফার হওয়া রোগীকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাবার জন্য তুলছিলেন সেইসময় তাকে বাধা দেওয়া হয়।রোগীকে চাপানো হলে ফল ভালো হবে না বলে হুমকি দেয় বেসরকারি অ‍্যাম্বুলেন্সের দুই চালক সুবোধ গঁড়াই ও রবীন বাগ্দী।এরপর ঐ রোগীকে সিউড়ি হাসপাতালে দিয়ে এসে যখন স্বাস্থ্যকেন্দ্রের বাইরে অরূপ দাস যখন টিফিন করছিলেন সেই সময় লাঠি নিয়ে তার উপর চড়াও হয় সুবোধ গঁড়াই ও রবীন বাগ্দী। তাকে মারধর করা হয় বলে অভিযোগ ।এরপর এই ঘটনায় থানায় অভিযোগ জানায় অভিযোগ দায়ের করা হয় ।এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক। তদন্তে নেমেছে মহম্মদ বাজার থানার পুলিশ । মহম্মদ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি ও এম এইচ সুরাইয়া খাতুন বলেন -এর আগেও এ নিয়ে ঝামেলা হয়েছে । সবাইকে বোঝানো হয়েছিল এর আগে।তবুও ঝামেলা চলছে নিত‍্যদিন।তাই সিদ্ধান্ত নেওয়া হলো সব অ‍্যাম্বুলেন্স স্বাস্থ্য কেন্দ্রের বাইরে থাকবে।রোগীর পরিজনরাই ঠিক করবে কোন অ‍্যাম্বুলেন্স পরিষেবা ব‍্যবহার করবে।আরো দুটি সরকারী অ‍্যাম্বুলেন্স যাতে এই স্বাস্থ্য কেন্দ্রকে দেওয়া হয় তারজন্য জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here