পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

বাজি পটকা বোঝাই লরিতে আগুন ধরে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় লরিটি। ঘটনাটি ঘটেছে করনদিঘী থানার ঝাড়বাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। প্রায় ১০ লক্ষ টাকার বাজিপটকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে কোলকাতা থেকে একটি লরিটি বাজিপটকা নিয়ে শিলিগুড়িতে যাচ্ছিল। করনদিঘী থানার ঝাড়বাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই বাজিপটকার লরিতে পৌঁছালে আচমকাই লরিটিতে আগুন লেগে যায়। লরির চালক আগুন দেখতে পেয়ে ওই এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড় করিয়ে দেয় । বাজিপটকার আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে পরে স্থানীয় বাসিন্দারা। এলাকার লোকেরা ওই আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসে। বাজি পটকার লরিতে আগুন লেগে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।

খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করনদিঘী থানার পুলিশ। ডালখোলা ও রায়গঞ্জ দমকল বাহিনীকে খরব পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। ততক্ষনে বোঝাই বাজি পটকা- সহ লরিটি ভস্মীভূত হয়ে যায়। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় লরির চালক ও খালাসি সুরক্ষিত আছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ গাড়ির ধাক্কায় মৃত চিতাবাঘ
ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ। কি ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। প্রায় দশ লক্ষ টাকার বাজি পটকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584