সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
হেঁতাল ভরা জঙ্গলে পিচাস সাধকের সান্নিধ্যে পূজিত হন হংসগেড়িয়া মহাশ্মশানের মা কালি। কথিত আছে জঙ্গলের মধ্য থেকে পাওয়া দুফুট পাথরের মা কালি পিশাস সাধক তান্ত্রিক কৈলাশ পন্ডিত প্রথম পূজা করেন।ভক্তের ভক্তি আর বিশ্বাস থেকে চলে আসছে হংসবেড়িয়া মহাশ্মশানের কালি আরাধনা।
বছরের প্রতিদিন কালি ভক্তের আনাগনা থাকলেও।হাজার হাজার ভক্তের সমাগম ঘটে ভুতুরে অমবস্যার দিনে। কথিত আছে এই মন্দিরে তপস্যা সাধনার পর গুরু কৈলাশ পন্ডিতের সংস্পর্শে আসেন সাধক বামাক্ষেপা।তারই প্রেতাত্মার পিশাচসাধন শিক্ষা লাভ করেন হংসগেড়িয়া কালিমন্দির থেকে। বেল,অশ্বথ্য ও নিম গাছের তলাতে থাকা পন্ডিত কৈলাশের পঞ্চমুন্ডির আসনে সিদ্ধিলাভ করেন বামাক্ষ্যাপা।
পরে এখান থেকে চলে গিয়ে তারা পিঠে মা তারাকে প্রতিষ্ঠিত করেন।বামাক্ষেপার পিশাস সাধক গুরু কৈলাশ পন্ডিতের পঞ্চমুন্ডি আসনে পূজার পর হয় বুড়ো অমাবস্যায় হংসগেড়িয়ার দেবি চন্ডির আরাধনা।মগরাহাট ২নম্বর ব্লকের গোখুন্ডি গ্রাম পঞ্চায়েতের হংসগেড়িয়া গ্রাম।কথিত আছে দক্ষিন সুন্দরবনের এই গ্রাম ছিল হেঁতাল,গড়ান ,গেঁওয়া আর হিংস্র জন্তু ভরা জঙ্গল, আদিগঙ্গা ভগিরথের তীরে বটগাছের কোঠরে বাস করতেন পন্ডিত কৈলাশ।জঙ্গল থেকে আবির্ভাব হয় পাথরের কালি মূর্তি।পরে মা কৈলাশ পণ্ডিতের হাত ধরে পূজিত হন। পরবর্তী কালে পার্শ্ববর্তী এলাকা বনসুন্দরী নিবাসি সনাম ধন্য ব্যক্তি সূর্যকুমার মন্ডল ১৩৬৬ সালে নির্মান করেন ছফুট উচ্চতার মা কালির মূর্তি।নির্মিত হয় মন্দির, আজও নির্মিত মূর্তির পাশে বিরাজমান পাথরের দু’ফুট কালি। বর্তমানে তান্ত্রীক সেবায়েত উত্তম দাস দেখাশোনা করেন মন্দির।শাস্ত্র মতে পূজিত হন হংসগেড়িয়ার মা কালি।ভুতুরে অমবস্যার তীথিতে প্রথমে পঞ্চমুন্ডি আসনে পূজার পর শুরু হয় দেবির আরাধনা।সময়ের সাথে সাথে ভগিরথ গঙ্গা মজে গেলেও আজও সংকীর্ণ আদি গঙ্গা ভগিরথ থেকে তোলা হয় জল।
বেলগাছ,অশ্বথ্য গাছ,নিমগাছ তিনটিগাছের নিচে থাকা পন্ডিত কৈলাশের বেড়িতে পূজার পর শুরু হয় কালি আরাধনা, নিত্য পূজা হয় এখানে।বলি প্রথা নেই এই মন্দিরে।পূজা ঘিরে হয়ে ওঠে উৎসব মুখর। মনস্কামনা পূর্ন করতে শুধু দক্ষিন সুন্দরবন নয় ,হাজার হাজার ভক্তরা আসে হংসগেড়িয়া মা কালির কাছে।মায়ের মন্দিরের সামনে রয়েছে মহাশশ্মান।বর্তমান ট্রাস্টের উপর চলে মন্দির সংস্করন।বছরের একটা দিন মায়ের পূজা ঘিরে চলে ভোগবিতরন অনুষ্ঠান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584