মনিরুল হক,কোচবিহারঃ
শীতের সকালে আগুনে ভস্মীভূত হলো একটি বাড়ি।রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন পুটিমারি ২নং গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা এলাকায়।সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।জানা গেছে, ওই এলাকার জলিল মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে আজ সকালে আগুন লাগে।
এদিন সকালে বাড়ির লোক গ্যাসে ভাত রান্না করছিলেন।ভাতের মার ফেলতে বাইরে গিয়ে ঘরে এসে দেখেন ঘরের মধ্যে থাকা পাটকাঠির মধ্যে আগুন লেগে গিয়েছে।সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে।স্থানীয় লোক জন এসে প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।অভিযোগ,অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলকে বারবার ফোন করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি।পরে স্থানীয় এক বাসিন্দা নিজে মোটর সাইকেলে করে দমকল কেন্দ্রে গিয়ে খবর দেন।খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
ওই বাড়ির মালিক জলিল মিয়া বলেন, “সকালে বাড়িতে গ্যাসে ভাত রান্না করা হচ্ছিল। ভাত হয়ে গেলে বাইরে ভাতের মার মেলতে যায়। এসে দেখে ঘরের ভিতরে মজুদ থাকা পাটকাঠিতে আগুন ধরে যায়।সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা ঘরে।
পরে দমকলকে বারবার ফোন করা হলেও তারা আসতে দেরি করায় এলাকার লোক গিয়ে দমকলে খবর দিয়ে নিয়ে আসে।আগুনে ঘরে থাকা ১০ হাজার টাকা, চালের বস্তা সহ গুরুত্বপূর্ণ কাগজ পত্র পুড়ে গেছে।”
আরও পড়ুনঃ ইসলামপুর জনসভায় নিহত ছাত্রদের পরিবারের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584