সুদীপ পাল,বর্ধমানঃ
ভাতার থানার ছাদনী এলাকায় দুই তৃণমূল সমর্থকের সাবমারসিবল পুড়িয়ে দেবার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
ভাতার থানার আমারুণ ২ গ্রাম পঞ্চায়েতের ছাদনী এলাকার বাসিন্দা স্থানীয় তৃণমূল সমর্থক মুক্ত দে ও বংশী দে’র অভিযোগ করে বলেন,পঞ্চায়েত ভোট থেকেই রাজনৈতিক লড়াই তুঙ্গে ছিল। অভিযোগ সিপিএম এবং বিজেপি সমর্থকরা তৃণমূল কর্মীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল।এরপর রাতে দুটি সাবমারসিবলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আগুনের হাত থেকে সাবমারসিবলকে রক্ষা করা যায়নি। প্রায় ৫০ হাজার টাকা করে ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ফ্লেক্স থেকে প্রার্থী উধাও,তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির
ভাতার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করছে বিজেপি। বিজেপির ভাতার বিধানসভার পর্যবেক্ষক গোলাম জার্জিস অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন,তৃণমূল লোকসভা নির্বাচনের পরই বুঝে গেছে তারা হারছে। তাই মিথ্যে অভিযোগ করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584