সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বামনগাজী অঞ্চলের বিশ্বেরচক এলাকার তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গতকাল রাতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।সাথে সাথে স্থানীয় মানুষ ও দলীয় কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে।দলীয় কর্মীরা দেখে দলীয় কার্যালয়ের টিভিও নেই।



স্থানীয় তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিজন মন্ডল বলেন,গতকাল এই এলাকায় নির্বাচনী প্রচারে আসেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। এলাকায় দলীয় কর্মীদের নিয়ে মিছিল করার পরই এই ঘটনা ঘটে।


তিনি অভিযোগ করেন,বিজেপির কর্মী সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে।ঘটনার কথা নির্বাচন কমিশন এবং স্থানীয় জয়নগর থানায় বিস্তারিত জানিয়ে অভিযোগ করবেন বলেও জানান।
আরও পড়ুনঃ রায়নায় ছাপ্পা ভোটের অভিযোগ

যদিও,এই ঘটনার কথা অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান যে,এই ঘটনার সাথে তাদের কোন কর্মী সমর্থক জড়িত নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584