বিদ্যাসাগর জন্মজয়ন্তী অনুষ্ঠান ঘিরে বিজেপি পেটানোর অভিযোগ তৃণমূল-এসইউসির বিরুদ্ধে

0
36

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

eat up member of bjp | newsfront.co
নিজস্ব চিত্র

পাড়ার মোড়ে আড্ডা মারার সময় বিজেপি কর্মী-সমর্থকদের উপর চড়াও হয়ে অকথ্য গালিগালাজ সহ মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের দিকে, অভিযোগ বিজেপির।

জানা গিয়েছে,পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বাখরাবাদ ১৩ নং অঞ্চলের ফুলিয়া গ্রামে গতকাল রাতে বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় বেশ কয়েকজন।এলাকায় বিজেপি করার অপরাধেই তাদের মারধর বলে অভিযোগ।বিজেপির অভিযোগ এসইউসিআই ও তৃণমূলের বেশ কয়েকজন লাঠি,কাঠ হাতে তাদের কর্মী সমর্থকদের মারধর করে।

eat up member of bjp  | newsfront.co
নিজস্ব চিত্র
beat up member of bjp  | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনার প্রতিবাদ করতে গেলে বিজেপি সমর্থিত মহিলাদের মারধর করা হয়।এই মারধরের ঘটনায় এসইউসিআই দলের একজন ও বিজেপি সমর্থিত ৫ জন মহিলা সহ মোট ১৩ জন আহত হয়।

এসইউসিআই দলের অভিযোগ,দুশো বছর বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন উপলক্ষে এসইউসিআই দল সভা করছিল সেখানে তাদের কটুক্তি করে বিজেপি তাই ঘিরে উত্তেজনা তৈরি হয়।ঘটনাস্থলে উপস্থিত ছিল তৃণমূলের কিছু স্থানীয় নেতা কর্মী।

আরও পড়ুনঃ হাসপাতালে নিরাপত্তা রক্ষীকে মারধোর,আটক ১

beat up member of bjp  | newsfront.co
নিজস্ব চিত্র

এসইউসিআই দলের তোলা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি বিজেপির।

আহতদের উদ্ধার করে বেলদা থানা পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।তিনজন বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার পর থেকে গ্রামে বসে পুলিশি পাহারা।দুই পক্ষের থেকে বেলদা থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে।লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামবে বেলদা থানার পুলিশ।হাসপাতালে আসেন বেলদা মহকুনা পুলিশ আধিকারিক।

তবে এখনও পর্যন্ত ঘটনায় অভিযুক্ত কাউকে পুলিশ আটক করেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here