জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
তফসিলি সার্টিফিকেট আবেদনের প্রধানের শংসাপত্র নিতে হলে দিতে হচ্ছে ১০০ টাকা! তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদের বড়ঞা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এবার ১০০ টাকার বিনিময়ে শংসাপত্র দেওয়ার ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে!
বড়ঞা গ্রামের বাসিন্দা পূর্ণিমা হাজরা বলেন ” তফসিলি জাতিগত শংসাপত্র পাওয়ার আবেদন করতে প্রধানের সার্টিফিকেট দরকার হয়, তাই পঞ্চায়েতে গেলে আমাকে প্রথমে ১০০ টাকা জমা করতে বলে তারপর প্রধানের সার্টিফিকেট দেওয়া হয়।” এমনই আরও অভিযোগ তুলেছেন মুনমুন হাজরা, মেনকা হাজরা সহ অনেকেই। বড়ঞা ব্লকের অন্তর্গত বড়ঞা ১ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই দুর্নীতির ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা।এই ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন বড়ঞা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ঝর্ণা বড়াল। এ বিষয়ে বড়ঞা ব্লকের বিডিও মনীশ নন্দী বলেন ” বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ” বড়ঞা বিধানসভার বিধায়ক তথা ব্লক তৃণমূলের সভাপতি জীবনকৃষ্ণ সাহা জানিয়েছেন দুর্নীতিতে যদি কেউ জড়িয়ে থাকে তাহলে দল অবিলম্বে ব্যবস্থা নেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584