মুর্শিদাবাদে ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

0
491

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

Passenger loaded bus accident at murshidabad
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের ইসলামপুরে ফের বড়সড় বাস দুর্ঘটনা।
বাইক ও বাস সংঘর্ষে গুরুতর আহত একাধিক, আশঙ্কাজনক তিন।শেষ পাওয়া খবরে একজনের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানা এলাকার গোয়াস বকুলতলা মোড়ে।

Passenger loaded bus accident at murshidabad
নিজস্ব চিত্র

জানা গিয়েছে,এদিন সাগরপাড়া বহরমপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই দিক থেকে আসা একটি মোটর বাইককে সজোরে ধাক্কা মারে এবং রাস্তা সংলগ্ন নয়ানজুলিতে পড়ার মুহূর্তে একটি গাছে আটকে যায় দুর্ঘটনাগ্রস্থ বাসটি।

Passenger loaded bus accident at murshidabad
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটতে দেখে ছুটে আসেন আশপাশের স্থানীয় মানুষ।তারাই আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।খবর দেওয়া হয় পুলিশে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক সন্দীপ সেন, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অঞ্জন বর্মন ও রানীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুমিত তালুকদার সহ এক বিরাট পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ কালবৈশাখীর তান্ডবে তছনছ মাথাভাঙার একাধিক গ্রাম, আহত ১০

Passenger loaded bus accident at murshidabad
দুর্ঘটনাগ্রস্থ।নিজস্ব চিত্র

জানা গেছে বাইকে তিনজন আরোহী ছিল।গুরুতর আহত তিনজনের মধ্যে শেষ পাওয়া খবরে জানা গেছে একজন মারা গেছে। মৃত জয়ন্ত হালদার(১৯) ডোমকল থানার ধূলাউড়ি গ্রামের বাসিন্দা।মৃত ব্যক্তি পেশায় শ্রমিক।

বাসের চালক সহকারীরা পলাতক।পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here