নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর, নিউজফ্রন্ট:-খড়্গপুরের কাছে উল্টে গেল দিঘাগামী বেসরকারি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৪ জন যাত্রী।
পশ্চিম মেদিনীপুরের আমলাশুলি থেকে সবং থানার মোহাড় যাওয়ার পথে উল্টে যায় যাত্রীবাহী বেসরকারি দয়াময়ী নামক বাসটি। খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সতকুই এলাকায় বিকেল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে বাসটি যাওয়ার সময়ে সতকুই এলাকায় হঠাৎ করে সামনে একটি মোটরবাইক চলে আসে। বাসের চালক ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি উল্টে পাশের নুয়ানজলিতে মধ্যে গিয়ে পড়ে। এর ফলে বাসের ছাদে এবং ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রী বাসের নীচে চাপা পড়ে যান। বাকিরা বাসের মধ্যেই আটকে থাকেন। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের অবশ্য দাবি, বাস চালক মদ্যপ ছিলেন বলেই এই দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করেন। সকলকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে আরও এক যাত্রীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রায় ২৪ জন যাত্রী মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। খবর পেয়ে জেলা প্রশাসনের আধিকারিকগণ হাসপাতালে গিয়ে পরিস্থিতি তদারকি করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584