মীর রাকেশ রৌশান, বালিরঘাট,বহরমপুর:-
আজ সকাল সাতটা নাগাদ বহরমপুর জলঙ্গী রাজ্য সড়কের বালিরঘাট ব্রিজের রেলিং ভেঙে বহরমপুরগামী বাস যাত্রীসহ জলের তলায় চলে যায়।এই মর্মান্তিক দুর্ঘটনায় অর্ধশত মানুষের মৃত্যুর আশঙ্কা।
প্রাথমিকভাবে জানা গেছে, বালিরঘাট ব্রিজে যে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি করিমপুর-মালদা রুটের একটি সরকারি বাস। যাত্রীদের নিয়ে ডোমকল থেকে বহরমপুরের দিকে আসছিল। আসার পথে, ইসলামপুর পার করে বালিরঘাট ব্রিজে আমচকাই নিয়ন্ত্রণ হারান চালক। প্রথমে ব্রিজের রেলিং-এ ধাক্কা মারে বাসটি। এরপরই রেলিং ভেঙে পড়ে যায় ভৈবর নদীতে। চোখের নিমেষে যাত্রী-সহ বাসটি নদী গর্ভে পুরোপুরি তলিয়ে যায়।
এখনও পর্যন্ত দুজনের দেহ উদ্ধার হয়েছে। বাসটি এখনও জলের তলায়,জরুরী ভিত্তিতে নৌকা নিয়ে তল্লাশি চলছে ।
উদ্ধার কাজে দেরি হওয়ায় পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।পুলিশ জনতা খন্ডযুদ্ধ বেঁধে যায়।মুর্শিদাবাদের জেলাশাসক পি. উলগানাথন ও এস.পি মুকেশ কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। নিহতদের সঠিক পরিসংখ্যান এখনই জানানো সম্ভবপর নয় বলে প্রশাসন সূত্রের খবর।
মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে দূর্ঘটনা যেন নিত্য দিনের ঘটনা হয়ে দাড়িয়েছে! সাধারণ মানুষের মত ড্রাইভারদের সঠিক প্রশিক্ষণের অভাবে বার বার মৃত্যু মিছিল নেমে আসছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584