নিজস্ব সংবাদদাতা, নওদা: প্রতিবছরের ন্যায় এই বছরও ফেট-ঈ-হিন্দ অর্গানাইজেশনের মিলন উৎসব পালিত হল নওদা থানার ত্রিমোহিনী গ্রামে।প্রতিবছর প্রজাতন্ত্র দিবসে মিলন উৎসব হিসেবে পালন করে ফেট-ঈ-হিন্দ, এবছর এই উৎসব সতেরো বছর অতিক্রম করলো। এলাকাজুড়ে সুস্থ সংস্কৃতি গড়ে তোলার লক্ষে চলল সারাদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা এবং খেলা।
এছাড়া দুঃস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ করা হল।ত্রিমোহিনী এলাকার বিশিষ্ট সমাজসেবি তথা সংস্থার সম্পাদক রামিজ রাজা বলেন-” এলাকায় মানুষের মধ্যে মৈত্রীর বন্ধন গড়ে তোলার লক্ষে এই উৎসব করা হয়।আগামী দিনে ফেট বিভিন্ন সামাজিক কাজে আরো বেশি অংশগ্রহণ করবে এবং সুস্থ সংস্কৃতি গড়ে তুলবে।”সভাপতি আনোয়ার জামান মন্ডল বলেন-“আশাকরি আগামী দিনে রক্তদান শিবির,নেশা বিরোধী দিবসের মতো জনসচেতনতা মূলক কাজ আমরা করবো।”
মিলন উৎসব ঘিরে প্রচুর মানুষের সমাগম দেখা গেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584