সুদীপ পাল,বর্ধমানঃ
দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে।তাই এই বেহাল রাস্তায় বাস চালাতে রাজি নন রানীগঞ্জ জামুড়িয়া ভায়া রানিসায়র বাস মালিকেরা।এতে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। আসানসোল মহকুমা মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় বলেন, ‘প্রায় নয় কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে বাস চলাচল করে।তার মধ্যে দু’নম্বর জাতীয় সড়কের অধীনে রয়েছে রাণীগঞ্জ থেকে রাণীপুর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা।’ছয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল।এর আগেও খুব ভাগ্যের জোরে রক্ষা পেয়েছে মিনিবাস। কয়েক দিন আগেই রীতিমত একটি দুর্ঘটনা ঘটে যেতে পারত এবং তাতে বহু মানুষের প্রাণ চলে যেত।কিন্তু এত কিছুর পরেও প্রশাসনের তরফে কখনোই এই রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে বাস পরিবহন কর্মীরা বাস চালানো বন্ধ করে দিয়েছে।চাকদোলা মোড় থেকে শেখপুর পর্যন্ত ও চাঁদপুর থেকে জামুরিয়া ঢোকার রাস্তার বেহাল।
কিন্তু এখন যে বাস বন্ধ কীভাবে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা? তাঁরা বলছেন,’ভরসা ট্রেকার।বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হচ্ছে এই রাস্তায়।যা ভয়ংকর এবং প্রাণ হাতে নিয়ে বেরোতে হচ্ছে পথে। ‘আসানসোল মহকুমাশাসক প্রলয় রায়চৌধুরী বলেন, ‘জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’ যদিও নিত্যযাত্রীদের বক্তব্য,এতদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা তার পরেও কেন প্রশাসন নজর দিচ্ছে না।দ্বিতীয়ত এই রাস্তায় চলাচল করতে গিয়ে যদি বড়সড় দুর্ঘটনা ঘটে এবং তাতে যদি প্রাণ হারানোর মত দুঃখজনক ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে?পরিবহন কর্মী সূত্রে জানা যায় গত শুক্রবার সকালে একটি যাত্রীবাহী মিনিবাস অল্পের জন্য উল্টে যাওয়া থেকে রক্ষা পায় তারপর থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাস আপাতত বন্ধ রাখা হবে।
আরও পড়ুনঃ শিক্ষার প্রসারে কল্পনা দেবীকে সম্মান জানাচ্ছে বিদ্যালয়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584