দিনহাটায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস

0
91

মনিরুল হক, কোচবিহারঃ

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি যাত্রীবাহী সরকারী বাস।ঘটনাটি ঘটেছে দিনহাটা ১নং ব্লকের পুটিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাশানকুড়া এলাকার দিনহাটা-কোচবিহার মেইন রোডের উপর। যদিও ওই ঘটনায় হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে,এদিন সকালে সাড়ে ১১ টা নাগাদ ওই সরকারী বাসটি ৩২ জন যাত্রী নিয়ে কোচবিহার থেকে দিনহাটার দিকে যাচ্ছিল।সেই সময় দিনহাটা-কোচবিহার মেইন রোডের মাশানকুড়া এলাকায় রাস্তার উপর বড় গর্ত দেখতে পেয়ে ড্রাইভার সেখানে ব্রেক করে। ব্রেক করা মাত্র বাসটি নিয়ন্ত্রন হারিয়ে গিয়ে রাস্তার পাশে থাকা পুরন কালভার্টের একটি অংশে আটকে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে বাস থেকে বেরিয়ে আসে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যায় ঘটনাস্থলে। ওই ঘটনায় কেউ গুরুত্বর আহত না হলেও কয়েকজন যাত্রীর হাতে পায়ে আঘাত লাগে বলে জানা গিয়েছে।
ওই বাসের থাকা ভেটাগুড়ি এলাকার এক যাত্রী বলেন, “সকাল বেলা মাকে প্রনাম করে বেরিয়েছিলাম বলে হয়তো এ যাত্রায় বেঁচে গেলাম।এমনিতে আমি প্রেশারের রোগী।আজ ডাক্তার দেখাতে যাচ্ছিলাম দিনহাটায় ওই সরকারী বাসে করে।”

দুর্ঘটনাগ্রস্থ বাসটি।নিজস্ব চিত্র

দুর্ঘটনাগ্রস্ত বাসের ড্রাইভার এব্রাহিম আলি বলেন,“গাড়িটা ছিল স্বাভাবিক গতিতে। সামনে রাস্তায় গর্ত দেখে হাল্কা করে ব্রেক করা মাত্র গাড়ির পিছনের চাকা লক হয়ে যায়।তারপরে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে থাকা পুরন কালভার্টের একটি অংশে আটকে যায়। যদিও বাসে থাকা যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।”
স্থানীয় বাসিন্দা মনি সরকার,রেজাউল করিম,আনন্দ বর্মণের অভিযোগ,দীর্ঘদিন হয়ে গেল মাশানকুড়া তথা দিনহাটা-কোচবিহার মেইন রোডের বেহালদশা।কয়েক দিন আগেও ৩নং গেটে একটা দুর্ঘটনা ঘটে তাতে দুইজন আহত হয়।আজ যে এলাকায় বাস দুর্ঘটনা ঘটেছে তাঁর আশপাশে বড় বড় মারনখাদ রয়েছে, সেগুলি যদি পাথর-বালা দিয়ে বন্ধ করে দেওয়া যায় তাহলে বোধ হয় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া যেত। আমরা পি.ডাবলু.ডির অফিসারদের কাছে আবেদন করছি যাতে এই বিষয়টা একটু বিবেচনা করা হয়। তা না হলে যখন তখন যে কোন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা।

আরো পড়ুনঃ সিসি ক্যামেরার নজর এড়িয়ে দেওয়াল কেটে চুরি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here