রায়গঞ্জ থেকে ফের চালু হল সরকারি বাস পরিষেবা

0
43

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

প্রায় দু’মাসেরও বেশি সময় পরে বুধবার সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপো থেকে আশেপাশের জেলায় বাস চলাচল শুরু হল। এদিন সকাল ৭ টা নাগাদ রায়গঞ্জ ডিপো থেকে মালদহ, বালুরঘাট ও শিলিগুড়ি রুটে বাস চালু করা হয়। রাতে রায়গঞ্জ থেকে কলকাতা রুটেও বাস যাবে বলে জানা গিয়েছে।

Bus dipo | newsfront.co
নিজস্ব চিত্র

রায়গঞ্জ ডিপো সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশ মেনেই পার্শ্ববর্তী জেলাগুলিতে এদিন বাস চালু করা হয়েছে। তবে বাসে সর্বাধিক ২৫ জন যাত্রী নেওয়া হচ্ছে। বাসের কর্মীদের জন্য ডিপো থেকে মাস্ক, গ্লাভস ও পিপিই সরবরাহ করা হয়েছে। যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করেই বাসে ওঠানো হচ্ছে। যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুনঃ ভারতীয় অর্থনীতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মন্দার মুখোমুখি হতে চলছে দেশ, বলছে সমীক্ষা

লকডাউনের মাঝে যতদিন উত্তর দিনাজপুর জেলা গ্রিন জোন ছিল, তখন একবার রায়গঞ্জ থেকে চারটি রুটে বাস চালু করেছিল। কিন্তু একের পর এক করোনা পজিটিভ ব্যক্তির সন্ধান মেলায় বাস চালানো বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here