বন্ধ বাসের চাকা, সমস্যায় জেলার বাস শ্রমিকরা

0
48

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

লকডাউনে বন্ধ বাসের চাকা। একই সাথে মজুরি ও বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন জেলার বাস শ্রমিকরা।

bus services suspended for lockdown | newsfront.co
ছবিঃ প্রতীকী

মুর্শিদাবাদ জেলায় প্রায় কুড়ি হাজার শ্রমিক এই কর্মে লিপ্ত।সকলেই দিন পিছু মজুরি পান। কাজ হারানোয় অভাব নেমে এসেছে শ্রমিকদের পরিবারে।

আরও পড়ুনঃ কালনার তালবোনা পাড়ার রাইস মিল পরিদর্শনে মহকুমা শাসক

বহরমপুর বাসস্ট্যান্ডের বাস কন্ডাক্টার মিলন প্রামানিক জানান, এক মাস হয়ে গেল বাস বন্ধ। মালিকও মাইনে দিচ্ছে না। স্ত্রী, সন্তানদের খাওয়ানোই মুশিকল হবে কিছুদিন পর।

কেন্দ্রীয় সরকার বন্ধ কারখানার শ্রমিকদের বেতনের কথা বললেও। বাস চালক, ড্রাইভার, কন্ডাক্টার, খালাসিদের কি হবে ? সেটা বুঝতে পারছেন না শ্রমিকরা।

সমাধান চেয়ে এই বিষয়ে রাজ্যের পরিবহণ দফতরের কাছে চিঠি লেখেন মুর্শিদাবাদ জেলা মোটর শ্রমিক সমন্বয় কমিটির সম্পাদক জয়দেব মন্ডল।

চিঠে দেওয়া হয়েছে কেন্দ্রের পরিবহণ দফতরের মন্ত্রী নিতিন গডকরিকেও। অন্যদিকে অভাবী শ্রমিকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোটর ট্রান্সপোর্ট ইউনিয়ানের কান্দী শাখা। ইউনিয়ানের পক্ষ থেকে সুপ্রিয় ঘোষ জানান, শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে অর্থ সাহায্য করে আসার চেষ্টা করেছে ইউনিয়ান।

তবে শ্রমিকরা মনে করছেন সরকার ব্যবস্থা না করলে লকডাউনের ফলে আরো অভাবে পরবেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here