সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
অনির্দিষ্ট কালের জন্য বাস রুট বন্ধ।বন্ধ করল শ্রমিক সংগঠন।তৃণমূল কংগ্রেসের গোষ্ঠি দ্বন্দ্বের জেরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হতে বসেছে দীর্ঘ পঁচিশ বছর এস ডি ০৮ রুটের বাস পরিষেবা।ভোগান্তির মুখে নিত্যযাত্রী থেকে অফিস যাত্রীরা।টিকিট কাউন্টারে তালা মেরে বিক্ষোভে সামিল বাস ড্রাইভার থেকে কনট্রাকটারেরা।অভিযোগ দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার বিবির হাট থেকে নন্দীবাগান পর্যন্ত এস ডি ০৮ রুটের বাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধের হুঁশিয়ারি ড্রাইভার ও কন্ট্রাকটার ও খালাসিরা।কারন তৃণমূল কংগ্রেসের পরিচালিত আইএনটিইউসি বোর্ড গঠনকে কেন্দ্র করে সমস্যা।সম্পাদক গঠন কে কেন্দ্র করে দ্বন্দ্ব।দুই জন সম্পাদক।ড্রাইভার ও মালিক পক্ষ থেকে টাকা তুলে নিয়ে যাই ইউনিয়ানের নামে গোলাপ সেখ।আর অন্য জন মুন্নাফ মল্লিক যে কাগজ কলমে সম্পাদক।কিন্তু গোলাপ সেখ মুন্নাফকে তোয়াক্কা না করে টাকা নিয়ে যায়।ড্রাইভার ও কনট্রাকটারদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।নির্দিষ্ট কোন বাথরুম নেই পানীয় জলের ব্যবস্থা নেই। নির্দিষ্ট কোন স্ট্যান্ড নেই।এই সকল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ড্রাইভার কনট্রাকটারদের।এই ভাবেই অর্থদণ্ডের জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে অফিস যাত্রী ও ছাত্র ছাত্রীদের।তাদের দাবি সম্পাদক সমস্যার সমাধান করা পাশাপাশি পরিকাঠামো উন্নতি করা।যদিও বিষয়টি নিয়ে কুলুপ এঁটেছে দক্ষিন ২৪ পরগনার আইএনটিটিইউসির জেলা সভাপতি শক্তি মন্ডল।২৯টি বাস চলে এই রুটে।এছাড়ারা ট্রেকার ম্যাজিক চলে। বাসমালিক সংগঠনের ডাকে বন্ধ।
আরো পড়ুনঃ আইলার স্মৃতি বুকে নিয়ে কেরলের পাশে কাকদ্বীপ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584