ভাস্কর ঘোষ, কান্দি, ২৪ অক্টোবরঃ-
রাস্তার দুরবস্থার জন্য প্রতি মুহূর্তে ঘটে চলেছে পথ দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে যাওয়া ছাড়াও নিয়ন্ত্রণ হারিয়ে কখনো পথচারী কখনো গাড়ি যাত্রীদের প্রাণসংশয়ের ঘটনা ঘটে চলেছে অবিরত। বিভিন্ন ভাবে তার শিকার হচ্ছেন পথচারী, গাড়ি যাত্রী, গাড়ি চালক ও গাড়ি মালিকেরাও। রাস্তার নেহাতই দুরবস্থার কারণে গাড়ির ক্ষতি তো লেগেই রয়েছে, উপরন্তু দুর্ঘটনার প্রতিবাদে গাড়ি ভাংচুর, গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে প্রায়ই। নিজেদের এই সমস্যার কথা বারবার প্রশাসনিক মহলে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে অনির্দিষ্ট কালের জন্য ওই রুটে বাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস মালিক ও চালকেরা।
কান্দির মহকুমাশাসক অভীক কুমার দাস বলেন, রাস্তার বেহাল দশা, তা আমরা পূর্তদিপ্তরকে বহুবার জানিয়েছি। জনগণের দুর্ভোগের কথা ভেবে বাস মালিক ও চালকদের সঙ্গে আলোচনা করা হবে।
কান্দি বাস সিন্ডিকেট সূত্রে জানা গিয়েছে, কান্দি – সাঁইথিঁয়া রাজ্যসড়কের মুর্শিদাবাদ জেলার কুলি থেকে বীড়ভূম জেলার কোটাসুর পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তার করুন দশা। রাস্তায় কোথাও এবরো – খেবড়ো পাথর বেড়িয়ে আছে। আবার কোথাও বা ছোটখাটো ডোবার আকার নিয়েছে।
বাস মালিক জহর চক্রোবর্তী বলেন, কুলি থেকে কোটাসুর পর্যন্ত ওই ২৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার মাঝে বড়বড় পাথর বেরিয়ে আছে। আবার কোথাও বা ছোটখাটো ডোবার আকার নিয়েছে। ফলে প্রায়ই দুঘর্টনা ঘটে। আবার গাড়ি বিকল হওয়ার ঘটনা নিত্যদিনের কথা। আমরা বারবার প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু প্রশাসন তাতে কোন কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়েই আমরা কান্দি – সাঁইথিঁয়া রাজ্য সড়কে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584