নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বাংলায় শিল্পের উজ্জ্বল সম্ভবনা রয়েছে। এখানকার শ্রমিকদের মধ্যে একটা শ্রম সমন্বয় রয়েছে।
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার জকপুরের রূপনারায়নপুরের এমের শীল কেটেক্স প্রাইভেট লিমিটেড এর কারখানা ঘুরে দেখে একথা জানান লুক্সেমবার্গ এর ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত জিন ক্লুড কুগেনির।
এই কারখানায় মুলত মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করা ব্যাটারি, ফাইবার টেক্সটাইল তৈরি করা হয়। হিমাচল প্রদেশ, ব্যাঙ্গালোর, বাংলাদেশে এই কোম্পানির কারখানা রয়েছে। দক্ষিণ এশিয়ায় এমের শীল কেটেক্স এর কারখানা গড়ে উঠেছে। সেখানে যৌথভাবে চলছে দুটি।
আরও পড়ুনঃ কোচবিহারে শুরু ইন্টার কলেজ ফুটবল প্রতিযোগিতা
তিনি জানান , আরো কিকরে ভালো করে উৎপাদন করা যায় এবং বিদেশে রপ্তানী করা যায় এজন্য চেষ্টা চলছে বলে জানান কোম্পানির অ্যাডমিনেস্ট্রেটর আনন্দ নাথ ব্যানার্জি।
আরও পড়ুনঃ নোভেল করোনা নিয়ে বৈঠক জেলাশাসকের
রাষ্ট্রদূত জানান, তিনি এই কারখানা ঘুরে দেখে খুশি। তিনি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বাংলায় শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584