সুদীপ পাল, বর্ধমানঃ
দিনের ব্যস্ত সময়ে দশ মিনিটের রাস্তা অতিক্রম করতে লেগে যায় ত্রিশ মিনিট। বর্ধমান স্টেশন থেকে হাসপাতাল ও বর্ধমান রাজ কলেজে আসার রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে থাকেন৷
নিত্যযাত্রীদের অভিযোগ, দিনের ব্যস্ত সময়ে এই রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। যানজটের বিভিন্ন কারণ থাকলেও প্রধান কারণ ফুটপাত দখল করে হকারদের জিনিসপত্র বেচা। পাওয়ার হাউজ পাড়া থেকে শ্যামসায়র পর্যন্ত রাস্তার ফুটপাথ দখল হয়ে গিয়েছে জানাচ্ছেন নিত্যযাত্রীরা। দিনের ব্যস্ত সময়ে রাস্তার ফুটপাতে আনাজ, ফল, পোশাকের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। তার সাথে তো ফুচকা, আখের রস ও অন্যান্য খাবার বিক্রেতারাও রয়েছেন।
এই রাস্তায় অনেক সময়ই আটকে পড়ে অ্যাম্বুলেন্স। এই রাস্তাটি ছাড়া কার্জন গেট থেকে সরাসরি বর্ধমান সদর থানায় পৌঁছানোর যে রাস্তা, সেই রাস্তাটিও অধিকাংশ সময়ে ব্যাপক যানজট থাকে। পুলিশ মোতায়েন থাকলেও নিত্যযাত্রীদের অভিযোগ, এই রাস্তা অতিক্রম করতে নাভিশ্বাস ওঠে মানুষের।
আরও পড়ুনঃ পাথর বোঝাই ট্রাক উল্টে গুরুতর জখম ৩
এখনেও হকারদের যদি অন্য কোথাও স্থানান্তরিত করানো যায় তাহলে হয়তো এই সমস্যা মিটবে বলেই মত যাত্রীদের একাংশের। প্রশাসনের বক্তব্য, রাস্তায় যানজট কমাতে হাসপাতালের সামনের রাস্তাটি একমুখী করা-সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বাকি দিকগুলিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584