ভাস্কর ঘোষ, কান্দি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মটর বাইক আরোহীর। রবিবার রাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার বড়ঞা এলাকায় হলদিয়া – ফরাক্কা বাদশাহি সড়কে ঘটনাটি ঘটেছে ।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম তারাপদ জানা।মেদিনীপুরের কোতুয়ালী এলাকায় তাঁর বাড়ি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক লরিটি পালিয়েছে। ওই লরিটি ও সেটির চালক – খালাসির খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে বড়ঞা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে বড়ঞা হয়ে বাদশাহি সড়ক ধরে বাইকে করে কুলি যাবার পথে পিছনের দিক থেকে একটি লরি তার বাইকে ধাক্কা মারলে সে রাস্তার উপরে পড়ে গেলে ওই লরিটি তাকে পিষে দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়ঞা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584