মনিরুল হক, কোচবিহারঃ
সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে কোচবিহার ১ নং ব্লকে জনমত সংগঠিত করতে অভিনন্দন যাত্রা আয়োজন হয় বিজেপির পক্ষ থেকে। শুক্রবার কোচবিহার ঘুঘুমারি থেকে পানিশালা ৪ নং পর্যন্ত এই মিছিল সংগঠিত হয়। এই মিছিলে নেতৃত্ব দেন দলের কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা।
২১-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিএএ-কেই ইস্যু করেছে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল। সিএএ বিরোধী আন্দোলনকে হাতিয়ার করে ইতিমধ্যে রাজ্যের শাসকদল যেমন প্রচারে নেমেছেন। তেমনি ভাবে সিএএ-র পক্ষে প্রচারে নেমেছে ভারতীয় জনতা পার্টি।
আরও পড়ুনঃ মেচেদায় এনআরসি-র বিরুদ্ধে জনসভায় পরিবহণমন্ত্রী
এইদিন ঘুঘুমারি এলাকা থেকে সিএএ-র পক্ষে মিছিলে অংশ নিয়ে বিজেপির নেত্রী মালতি রাভা জানান। সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে রাজ্যের শাসকদল। সিএএ কখনই কারো নাগরিকত্ব হরণ করবে না। এই আইন তৈরি করা হয়েছে মানুষকে নাগরিকত্ব দিতে। কেন্দ্রীয় সরকারের এই সদর্থক ভূমিকার জন্য আমরা তাঁদের অভিনন্দন জানাতে এবং মানুষকে সঠিকটা বোঝাতে পথে নেমেছি।
ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচিকে ঘিরে এদিন সকাল থেকে সাজো সাজো রব ছিল ঘুঘুমারি থেকে পানিশালা পর্যন্ত। এই কর্মসূচিকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ওই এলাকা গুলিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584