নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বর্তমানে রাজ্য তথা গোটা বিশ্বের আতঙ্কের অপর নাম করোনা। আর এই করোনা আতঙ্কে আতঙ্কিত এখন গোটা দেশের মানুষ। করোনা রোধে রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে বিশেষ ফান্ড তৈরি করা হলেও তা নোভেল করোনা রোধে যথেষ্ট নয়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তাই এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলার সম্প্রীতি কেবিল অ্যান্ড ব্রডব্যান্ড সার্ভিস প্রাইভেট লিমিটেড।
আরও পড়ুনঃ এইচ আই ভি আক্রান্তদের পাশে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা
আজ তারা পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতর তমলুকে গিয়ে জেলাশাসক পার্থ ঘোষের হাতে পঁচিশ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন। সম্প্রীতি কেবিল অ্যান্ড ব্রডব্যান্ড সার্ভিস প্রাইভেট লিমিটেড এর তরফ থেকে ডিরেক্টর কৌশিক কুন্ডু বলেন। “মানুষকে বাঁচাতে হবে। তাই আমরা যতটা সম্ভব সাহায্যের চেষ্টা করেছি।” পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ এই সংস্থার কর্মকর্তা দের সাধুবাদ জানান। উনি বলেন, “করোনা রোধে আমি এরকম জেলার বেসরকারি সংস্থাগুলোকে স্বাগত জানাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584