হরষিত সিংহ,মালদহঃ
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে সরকারের ভর্তুকি মুক্ত করতে পরিবহন কর্মীদের নিয়ে বিভিন্ন আলোচনা করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ড্রাইভার্স এন্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। শনিবার সন্ধ্যায় মালদহ ডিপোয় অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি বিমল চন্দ্র নন্দী, মালদহ জেলা আইএনটিটিইউসির সভাপতি মানব ব্যানার্জি, বিভিন্ন ডিপোর কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে মালদহ ডিপোর ড্রাইভার ও অনান্য পরিবহন কর্মীরা।
এদিনের বৈঠকে কর্মীদের বিভিন্ন দাবীর পাশাপাশি প্রমোশন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নিজেদের কাজের মান বাড়াতে ও শিল্পসত্বাকে ধরে রাখতে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আয় বাড়ানো ও ব্যায় কমানোর বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি বিমল বাবু বলেন, বামফ্রট আমলে প্রচুর ভর্তুকির বোঝা নিয়ে চলত এই পরিবহন সংস্থা। কিন্তু তৃণমূলের সরকার আসায় মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়েছি আমরাও। বর্তমান সরকার পরিবহন সংস্থার উন্নতি করতে প্রচুর বাস পরিষেবা চালু করেছে। বায়োটয়লেট এসি ভলবো বাস পরিষেবা চালু হয়েছে। তাই আমাদের পরিবহন সংস্থার আয় বাড়াতে হবে ও ব্যায় কমিয়ে সরকারী ভর্তুকি মুক্ত করার উদ্যোগ নিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584