অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অব্যাহত অভিযান

0
97

মনিরুল হক, কোচবিহারঃ

campaign against illegal marijuana cultivation
অভিযান।নিজস্ব চিত্র

২৮ বিঘা জমির গাঁজা গাছ কেটে নষ্ট করল পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার গোসানিমারি ও মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে অভিযান চালিয়ে প্রায় ২৮ বিঘা জমির গাঁজার গাছ কেটে পুড়িয়ে দেয় পুলিশ।
জানা গেছে,দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজার চাষের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে।প্রশাসন নজর এড়িয়ে লাভজনক গাঁজা চাষ করে এক শ্রেণীর মানুষ ফুলে ফেঁপে উঠছে তেমনি একে ঘিরেও বাড়ছে সমাজ বিরোধীদের দৌরাত্ম্যও।সোমবার গোপন সুত্রে খবর পেয়ে গোসানিমারি ও মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে অভিযান চালিয়ে প্রায় ২৮ বিঘা জমির গাঁজার চাষ কেটে পুড়িয়ে নষ্ট করে দেয় পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে,এদিন গোপন সুত্রে খবর পেয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত,ভুমি দফতরের অফিসার, বেঙ্গল এক্সসাইজড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে বিডিওর নেতৃত্বে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ভুতকুড়া লক্ষ্মীর বাজার, বোড়োডাঙ্গা, ভল্কা পুটিমারি এবং গোসানিমারি গ্রাম পঞ্চায়েতের জামবাড়ি, টাকিমারি এলাকায় মোট ২৮ বিঘা জমির গাঁজার গাছ কাটা হয়। এবং সেগুলিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে নষ্ট করা হয়।আমরা যে জমিতে ওই গাঁজার গাছ পেয়েছি সেই সব জমির মালিকের নামে অভিযোগ দায়ের করব।আগামীতে যাতে কেউ এভাবে অবৈধ গাঁজার চাষ আর করতে না পারে সেই জন্য আগামী দিনেও আমাদের এই অভিযান চালাবে।

আরও পড়ুন: মঙ্গলকোটে ছাত্র-যুব উৎসবের সূচনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here