নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

শনিবার বিকেল নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রবীন্দ্র পাঠাগারে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এক নির্বাচনী সভা সারলেন।

এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক কুমার চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব।

এরপর সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী এবং মিছিল করে এলাকার ভোটারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ভোট প্রচার করেন।

পরে মহিষাদল ঐতিহ্য প্রাচীন রাজবাড়ীতে গিয়ে সত্যপীর মন্দিরে প্রার্থনা সেরে রাজবাড়ির তৈরি গোপালজি মন্দিরে পুজো দেন।
আরও পড়ুনঃ পুলিশ সুপার সহ জেলার স্পর্শকাতর জায়গা পরিদর্শনে জেলা নির্বাচন আধিকারিক

এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তমলুক লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী লক্ষ্মণ শেঠের বিরুদ্ধে বলেন,’লক্ষ্মণ শেঠ গিরগিটির মতো রং পরিবর্তন করেন,প্রথমে ভারত নির্মাণ পার্টি থেকে বিজেপি এবং তারপর বিজেপি থেকে কংগ্রেসে যোগদান করেছেন,আগামী দিনে হয়তো আরএসএস গঠন করে বিজেপিতে যোগদান করবেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584