ডাউন রাজগির-হাওড়া ট্রেনের ইঞ্জিন বিকল সাঁথিয়ায়

0
118

পিয়ালী দাস, বীরভূমঃ

হাওড়া সাহেবগঞ্জ লুপ লাইনে সাঁইথিয়া স্টেশনে ঢোকার মুখে ইঞ্জিন বিকল হয়ে যায় ডাউন রাজগির-হাওড়া প্যাসেঞ্জারের।প্রায় দেড় ঘণ্টা ধরে সাঁইথিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি।পরে অন্য ইঞ্জিন এনে পরিবর্তন করায় ট্রেনটি চালানো সম্ভব হয়েছে।

নিজস্ব চিত্র

আজ সাঁইথিয়া স্টেশন অতিক্রম করে বাতাসপুর ঢোকার মুখে রাজগির-হাওড়া প্যাসেঞ্জারের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে।দেখতে পেয়ে স্টেশনে ঢোকার আগেই ট্রেন দাঁড় করিয়ে দেন চালক।এর ফলে পিছনে থাকা ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস, আজিমগঞ্জ প্যাসেঞ্জার দাঁড়িয়ে পড়ে এবং প্রায় দেড় ঘণ্টা পর রামপুরহাট থেকে অন্য ইঞ্জিন নিয়ে এসে রাজগির প্যাসেঞ্জারের ইঞ্জিন পরিবর্তন করা হলে ওই লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর ফলে সকালের দিকের প্রায় প্রতিটি ডাউন ট্রেন ত্রিশ মিনিট করে দেরিতে চলে তাই দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here