করোনা আবহে দেশীয় মোমবাতির চাহিদা নজরকাড়া দক্ষিণ দিনাজপুরে

0
79

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

করোনা আবহের মাঝে এবারে দীপাবলি ও কালী পুজোতে বেড়েছে মোমবাতির চাহিদা। তাই এখন দিনরাত এক করে মোমবাতি তৈরিতে ব্যস্ত গঙ্গারামপুর শহরের প্রস্তুতকারকেরা। হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই দীপাবলি ও কালী পুজো। আর কালী পুজো মানে আলোর উৎসব।

candels | newsfront.co
মোমবাতি প্রস্তুতি ৷ নিজস্ব চিত্র

প্রতিবছর কালী পুজোতে মোমবাতি ও প্রদীপের আলোতে সেজে ওঠে সকলের বাড়িঘর। কিন্তু এবারে মোমবাতির চাহিদা একটু বেশি বেড়েছে। কারণ বিদেশী পণ্য বর্জন করে স্বদেশী পণ্যের উপরে ঝুঁকছে শহর ও গ্রামাঞ্চলের সাধারণ মানুষ জন।

candel | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য আজ থেকে প্রায় কয়েক বছর আগে দীপাবলিতে মোমবাতির কদর ছিল যথেষ্ট। দীপাবলির সন্ধ্যায় মোমবাতির আলোতে সেজে উঠত বাড়িঘর। যার ফলে গঙ্গারামপুর শহরের বসাকপাড়া,বড় বাজার, হাইস্কুল পাড়া, এলাকায় গড়ে উঠেছিল বেশ কয়েকটি মোমবাতির কারখানা।

candel prepair | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু বাজারে বিদেশী পণ্য, টুনি বাল্ব,ইলেকট্রিক লাইট চলে আসায় কদর কম ছিল মোমবাতির। সারা বছর তো দূরে থাক দীপাবলি আসলেও মোমবাতির কদর কমে গিয়েছিল। যার ফলে গঙ্গারামপুরের দুই একটি মোমবাতির কারখানা বন্ধও হয়ে যায়।

man working | newsfront.co
নিজস্ব চিত্র

শহরের যে কয়েকটি মোমবাতির কারখানা রয়েছে সেগুলি কোনরকমে চলছিল। কিন্তু এ বছর বিদেশী পণ্য বর্জন করে স্বদেশী পণ্যের দিকে ঝোঁক বাড়ায় দীপাবলিতে মোমবাতির কদর বেড়েছে যথেষ্ট। আর এতেই দিনরাত এক করে বিভিন্ন ধরণের এবং বিভিন্ন দামের মোমবাতি তৈরি করে চলেছে গঙ্গারামপুরের প্রস্তুতকারকেরা ।

আরও পড়ুনঃ ফের চলবে ট্রেন! প্রস্তুতি তুঙ্গে খড়্গপুরে

যার ফলে কিছুটা হলেও লাভের মুখ দেখছে গঙ্গারামপুর মোমবাতি কারখানার মালিকেরা।স্বভাবতই খুশী প্রায় হারিয়ে যেতে বসা মোমবাতি প্রস্তুতকারী ব্যবসায়ীরা ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here