সুদীপ পাল,বর্ধমানঃ
জাতীয় সড়ক কর্তৃপক্ষ দু’টি শৌচালয় তৈরি করেছিল কিন্তু তা নতুনই আছে কারণ ব্যবহার হয় না সারাক্ষণ তালা দেওয়া থাকে। বর্ধমানের কাঁকসায় বাঁশকোপা এলাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ টোলপ্লাজা তৈরির পর দু’টি শৌচালয় তৈরি করেছে,কিন্তু দীর্ঘদিন তা তালাবন্ধ অবস্থায় রয়েছে। অথচ শৌচালয় দেখে দাঁড়িয়ে পড়ছেন বহু গাড়িচালক। দেখছেন সেই শৌচালয় তালাবন্ধ। ফলে মাঠে ঘাটেই হচ্ছে শৌচকর্ম।
কেন্দ্রীয় সরকার টাকা খরচ করে স্বচ্ছ ভারতের বিজ্ঞাপন দিচ্ছেন অথচ জাতীয় সড়ক কর্তৃপক্ষের এমন উদাসীনতার কারণ খুঁজে পাচ্ছেন না কেউ। অনেকেই অভিযোগ করছেন,টোল দেওয়ার পরেও কেন ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।চার মাস আগে শেষ হয়েছে শৌচালয় তৈরির কাজ। তারপরেও কেন তা সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলছেন অনেকেই। বাঁশকোপা টোলপ্লাজার নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন,এই বিষয়টির সাথে আমাদের সম্পর্ক নেই। বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584