প্রিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
জাতীয় পতাকা অবমাননার দায়ে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সিজগ্রাম জুনিয়র হাইস্কুলে।সিজগ্রাম জুনিয়ার হাইস্কুলে জাতীয় পতাকা সন্ধ্যার পরও না নামানোর এলাকার মানুষের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়।স্থানীয় মানুষের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে রাত্রি আটটায় পুলিশ গিয়ে জাতীয় পতাকা নামায়।পুলিশের কাছে জাতীয় পতাকা অবমাননার জন্য প্রধান শিক্ষককে দায়ী করে অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ এই অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক আব্দুল রহমান আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে।ভারতীয় দন্ডবিধির prevention to national honour act(2) ধারায় মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।এদিকে স্কুলের সহকারী শিক্ষক প্রসেনজিৎ রায় জানিয়েছেন,জাতীয় পতাকা নামানোর দায়িত্বভার দেওয়া হয়েছিল অষ্টম শ্রেনীর ছাত্রদের।তারা সেই দায়িত্ব পালন না করায় নিদৃষ্ট সময়ে জাতীয় পতাকা নামানো হয়নি। এই ঘটনার জন্য আমরা সকলের কাছে ক্ষমাপ্রার্থী।এদিকে স্কুলে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এই দাবি তুলে গতকাল রাতেই বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামের বাসিন্দারা।স্থানীয় বাসিন্দা দুলাল সরকার জানিয়েছেন,রাতেই রায়গঞ্জ থানার পুলিশ এসে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা নামানো হয়েছে।এই ঘটনার জন্য স্কুলের প্রধান শিক্ষক আবদুল রহমানকেই দায়ী করেছেন তিনি।
আরও পড়ুন: পূজোর আগেই নবনির্মিত পঞ্চম মহানন্দা সেতু খুলে দেওয়া হচ্ছে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584