ভবানীপুর উপনির্বাচন নিয়ে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলা

0
79

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচনকমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে সায়ন বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবারই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

Calcutta Highcourt

ভবানীপুরে উপনির্বাচন করাতে মুখ্যসচিবকে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ করেছেন করেছেন মামলাকারী আইনজীবী। প্রসঙ্গত উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন করানো বিশেষ প্রয়োজনীয় নাহলে রাজ্যে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে একথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই চিঠিতে তিনি এও উল্লেখ করেন যে, ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবের লেখা চিঠিতে মমতা বন্দ্যপাধ্যায়-এর প্রতিদ্বন্দ্বিতা করার উল্লেখ নিয়েই উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দিতে পারবেন মহিলারাও, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মামলাকারীর প্রশ্ন, রাজ্যে ৫ আসনে উপনির্বাচন বকেয়া থাকলেও শুধুমাত্র ভবানীপুরেই নির্বাচন ঘোষণা করা হল কেন? শুধুমাত্র ভবানীপুর কেন্দ্র নিয়েই কেন মুখ্যসচিবের এই বিশেষ তৎপরতা! উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে একটি রাজনৈতিক দল কাকে প্রার্থী করবে তা রাজ্যের মুখ্য সচিব কিভাবে আগাম জানতে পারেন? বৃহস্পতিবার আদালতে এই মামলারই শুনানি হবে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাশে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here