সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান হাইকোর্টের নির্দেশে আড়াই মাস পরে সুইমিংপুলে ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্তের ভার নিল সিবিআই।
বর্ধমান সিজিএম এজলাসে এই মামলার তদন্তভার হাতে নেওয়ার বিষয়ে একটি রিপোর্ট পেশ করেছে সিবিআই।গত ১৫ মার্চ হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন সিবিআই-এর হাতে তদন্তের নথি তুলে দেওয়ার। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই বর্ধমানের কল্পতরু সুইমিংপুল থেকে উদ্ধার হওয়া ছাত্রের মৃত্যুর রহস্য ভেদ করার দায়িত্ব দেওয়া হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের এসপি দিনেশ মোহন শর্মাকে।
জানা যায়,২০১২সালের ২ সেপ্টেম্বর ওই পুল থেকে বিবেকানন্দ কলেজের ছাত্র রমেন সামন্তর (২১) দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করে সিআইডি জানিয়েছিল জলে ডুবে মারা গেছে ছাত্র। এই তদন্ত সন্তুষ্ট হতে না পেরে রমেনের বাবা দেবকুমারবাবু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। রমেন ইংরেজি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
আরও পড়ুনঃ রেল লাইনের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ
আইনজীবীরা বলছেন, ফুসফুসে বালি মিলেছিল। এখন প্রশ্ন কংক্রিটের সুইমিংপুলে বালি এল কিভাবে? শুধু তাই নয়, ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখা যায় আসল ফুটেজের বিভিন্ন অংশ বাদ দিয়ে বিকৃত করা হয়েছে।রমেনের পরিবারের আশা সিবিআই এই মামলার তদন্তভার নেওয়ায় ফল প্রকাশ হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584