নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের গরু পাচারের বাদশা বলেই পরিচিত জেলার লালগোলার বাসিন্দা এনামুল হক। জানাযায় কম বয়স থেকেই একাধিক বেআইনি কাজের সাথে যুক্ত এনামুল। আর এই বেআইনি কাজের জন্য হাজতবাসও হয় তার। পরে মুক্ত হয়ে ফের অসামাজিক কাজে লিপ্ত হয় সে।
তবে নানাবিধ বেআইনি কাজের সাথে যুক্ত থাকলেও মুর্শিদাবাদের গরু পাচারের অন্যতম পান্ডা হয়ে ওঠে এনামুল হক। আর তা থেকেই চালের মিল, মার্বেলের দোকান খোলে এনামুল। যদিও এসব তার ভাগ্নেদের নামে। এবার সেই এনামুলের বাড়িতেই হানা দিল সিবিআই। মুর্শিদাবাদের লালগোলা ও রঘুনাথগঞ্জে এনামুল হকের বাড়িতে হানা দেয় সিবিআই’য়ের আটজনের প্রতিনিধি দল।
আরও পড়ুনঃ দূষণমুক্ত মেদিনীপুর শহর গড়তে, বিশেষ বালতি দেওয়ার উদ্যোগ পুরসভার
এদিন লালগোলায় অবস্থিত এনামুলের বাড়ি কুলগাছি রামচন্দ্রপুরে এসে হাজির হন তারা। বাড়ির ভিতর প্রবেশ করে চলে তল্লাশি। একইদিনে তার কলকাতার বাড়িতেও হানা দেয় সিবিআই। যদিও খোঁজ মেলেনি এনামুল হকের। তবে জানাযায় এনামুলের বিরুদ্ধে একাধিক মামলা চলছে।
এদিকে এনামুল হকের বাড়িতে হানার পাশাপাশি পন্ডিতপুর ও রঘুনাথগঞ্জের সাইদাপুর বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন সিবিআই’য়ের টিম। হঠাৎ করে মুর্শিদাবাদে সিবিআই হানা নিয়ে জেলাজুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584