পুজোর আগেই সারদাকাণ্ডে চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারে সিবিআই

0
45

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছুদিন ধরেই সারদা থেকে নারদ কাণ্ডে সক্রিয় হয়েছে সিবিআই। এবার সারদা চূড়ান্ত চার্জশিট পেশেও সময়সীমা ঠিক করলেন গোয়েন্দারা।সব ঠিক থাকলে চলতি পুজোর আগেই সারদা তদন্তের চার্জশিট দেবে সিবিআই।

CBI | newsfront.co
প্রতীকী চিত্র

দিল্লিতে সিবিআইয়ের মূল দফতর থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাতে থাকতে পারে ১ জন আইপিএস সহ ৬ জনের নাম।

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে সারদাকাণ্ডের তদন্ত চলছে। আদালতে ৬টি চার্জশিট পেশ করেছে সিবিআই। ২০১০ থেকে ২০১২ সালে বিশাল জায়গায় পৌঁছয় সারদার ব্যবসা। এরপরে সেবি-র তরফে ব্যবসা বন্ধ করা হয়।

আরও পড়ুনঃ দুর্বৃত্তে ভরে গেছে বিজেপির আইটি সেল, অভিযোগ সুব্রমনিয়ম স্বামীর

শেষে ২০১৪ সালে সারদা গ্রুপের বিরুদ্ধে প্রায় ৩৮৫টি এফআইআর দায়ের হয়। নেতা-মন্ত্রী সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। সেই মামলার চূড়ান্ত চার্জশিট পেশ করার এবার সময় হয়েছে বলে মনে করছে সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুনঃ পুলিশ নিয়ে দিলীপের কু-কথার জবাবে নাম না করে তুলোধনা মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, এই চার্জশিটে ৬ জনের নাম থাকতে পারে। তাঁদের মধ্যে এক আইপিএস অফিসারও নাম থাকছে। সেই সঙ্গে সাক্ষী হিসেবে নাম থাকছে এক বিজেপি নেতা ও আরও এক আইপিএস অফিসারের। চার্জশিটে একাধিক পুলিশ অফিসারেরও নাম থাকতে পারে।

এমনকি এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানা গিয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এই চূড়ান্ত চার্জশিটে কি উঠে আসে, সেই দিকে তাকিয়ে আছে সমস্ত রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here