প্রাপ্ত নম্বরে খুশি না হওয়া দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের আবার পরীক্ষায় বসার সুযোগ দিল সিবিএসই

0
130

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

প্রাপ্ত নম্বরে খুশি না হওয়া দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের আবার পরীক্ষায় বসার সুযোগ দিল সিবিএসই‌। তবে এটা প্রযোজ্য শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর না হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে।

আজ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সংক্ষেপে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের জন্য আগামী সেপ্টেম্বর মাসে কম্পার্টমেন্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল। খুব শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড।এই পরীক্ষায় বসার জন্য আগামী ২০ই আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

তবে শুধুমাত্র অকৃতকার্য ছাত্র-ছাত্রীরাই যে এই পরীক্ষায় বসতে পারবে তা নয়। করোনা পরিস্থিতিতে ১ থেকে ১৫ ই জুলাই পর্যন্ত দ্বাদশ শ্রেণীর যে বিষয়ের পরীক্ষা গুলো নেওয়া সম্ভব হয়নি, ছাত্র-ছাত্রীরা চাইলে সেই পরীক্ষা গুলো দিতে পারে।

আসলে, করোনা আবহে গত ২৪ শে মার্চ থেকে দেশব্যাপী লকডাউন শুরু হয়। লকডাউন এর জেরে সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন:আগামী মাসের মধ্যেই শহরের ৬ লক্ষ হকার পাবেন ১০ হাজার টাকা করে ব্যাঙ্ক ঋণ

কিন্তু দীর্ঘদিন লকডাউন চলার ফলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে ও সুপ্রিম কোর্টের তদারকিতে শেষ পর্যন্ত  আগের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে না হওয়া পরীক্ষাগুলোর নম্বর দিয়ে দিয়ে ফলাফল ঘোষণা করা হয়। তখন আরও জানানো হয় যে পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে ওই বিষয়গুলিতে পড়ুয়ারা ফের পরীক্ষা দিতে পারবে। সেইমতো যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নয় তারা চাইলেও পরীক্ষায় বসার আবেদন করতে পারবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here