বোস-সাহা-মহালনবীশ দিবস উদযাপন

0
110

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ গার্লস হাইস্কুলের হীরক জয়ন্তী বর্ষ উৎসবের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে পালিত হলো তিন প্রখ‍্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাদ সাহা ও প্রশান্ত চন্দ্র মহালানবীসকে উৎসর্গ করে। বৃহস্পতিবার অনুষ্ঠানের শুরুতে এই তিন বিজ্ঞানীর প্রতিকৃতিতে মাল‍্যদান করা হয়।অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ‍্যোপাধ‍্যয়।

নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই আই এস ই আর কল‍্যানীর অধ‍্যাপক প্রফেসর বলরাম মুখোপাধ্যায়, শিক্ষাব্রতী নন্দদুলাল ভট্টাচার্য্য, গ্রুপ প্রেসিডেন্ট অফ অ‍্যাডামস ইউনিভার্সিটি অমিতাভ মুখোপাধ্যায়, দাদাগিরি খ‍্যাত শান্তনু ভট্টাচার্য্য, শিক্ষানুরাগী অরুণ কুমার প্রতিহার, শিক্ষানুরাগী মোহনচন্দ্র দাস, উৎসবের কার্যকরী সভাপতি প্রসূন কুমার পড়িয়া, সম্পাদক সেক পাঞ্জাব আলি প্রমুখ। এদিন বিশেষ সম্বর্ধনা জানানো হয় সবপেয়েছির আসরের মোহনচন্দ্র দাসকে। এদিন হীরক জয়ন্তী উৎসব উপলক্ষ্যে আয়োজিত অন্তঃবিদ‍্যালয় ও আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতায় সফলদের , নিজেদের বিদ‍্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এদিন আবৃত্তি, সঙ্গীত, নৃত্য , নৃত্যনাট্য সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ছাত্রীদের উপস্থাপিত একক ও সমবেত আবৃত্তির কোলাজ,একক ও সমবেত সঙ্গীত,একক নৃত্য, সাঁওতালি নৃত্য,রাগা নৃত্য, আগমনী নৃত্য,”শোনরে মানুষ ভাই” নৃত‍্যনাট‍্য ছিল এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ।
শেষ লগ্নে অন্যান্য শিক্ষিকাদের সহযোগিতায় শিক্ষিকা অপর্ণা জানার তত্ত্বাবধানে প্রায় চল্লিশ ছাত্রীর গান, কবিতা,ভাষ‍্যের মাধ্যমে উপস্থাপিত যোগেশচন্দ্র জানা রচিত “শোনরে মানুষ ভাই” নৃত্যনাট্যটি উপস্থিত সকলের হৃদয় জয় করে নেয়। প্রায় পঁয়তাল্লিশ মিনিটের এই নৃত‍্যনাট‍্য আফ্রিকার ইথিওপিয়ার বুভুক্ষু নিরন্ন মানুষের কথা যেমন উঠে আসে তেমনি যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে বার্তা দেওয়া হয়। আন্তর্জাতিকতা বোধের ছোঁয়া যুক্ত এই বলিষ্ঠ উপস্থাপনা উপস্থিত দর্শকদের হৃদয়কে নাড়া দেয়। নৃত‍্যনাট‍্যে বিশেষ সহযোগিতা করেন প্রাক্তন ছাত্রী প্রিয়াঙ্কা প্রামানিক।এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা সুতপা বসু। শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তন শিক্ষিকা, প্রাক্তন ছাত্রী, বর্তমান ছাত্রী, অভিভাবক-অভিভাবিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। অনুষ্ঠান চলবে শনিবার পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here