মোহনা বিশ্বাস, হাওড়াঃ
শিশু দিবস উপলক্ষে টানা সাত দিন ধরে আন্তর্জাতিক চাইল্ড রাইটস্ উইক পালন করলো হাওড়া চাইল্ড লাইন। ১৪ নভেম্বর থেকে শুরু করে ২০ নভেম্বর অবধি এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এবছর কচিকাঁচাদের নিয়ে সাতদিনে সাতরকমের অনুষ্ঠান করে হাওড়া চাইল্ড লাইন ও কল্যানপল্লী সার্বজনীন দুর্গোৎসব ইয়ুথ ক্লাব। চাইল্ড লাইনের বিভিন্ন হোম থেকে বাচ্চাদের নিয়ে এসে তাদের আনন্দ দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হোমে থাকা বাচ্চারা যাতে কোনো কিছুর মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে সেইজন্যই চাইল্ড লাইনের এই অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা প্রশাসকের সম্মুখে চাইল্ড লাইনের বাচ্চারা তাদের নানান সমস্যার কথা তুলে ধরে। শিশু দিবসের দিন হাওড়া চাইল্ড লাইনের তরফ থেকে বাচ্চাদের জন্য একটি টোটোর ব্যবস্থা করা হয়েছিল। অর্থের অভাবে গাড়ি বা বাসে করে স্কুল যেতে না পারলে তারা যাতে সেই টোটো করে স্কুলে যেতে পারে, সেই কারণেই হাওড়া চাইল্ড লাইনের এই ব্যবস্থা। এমনটাই জানান হাওড়া চাইল্ড লাইনের কোঅর্ডিনেটর বৈশাখী সরকার চ্যাটার্জী।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে আন্তর্জাতিক শিশু অধিকার দিবস পালন
এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ। ২০ নভেম্বর, হাওড়া চাইল্ড লাইন আয়োজিত এই অনুষ্ঠানের অন্তিম দিনে উপস্থিত ছিলেন বাংলা ব্যান্ড তেপান্তরের প্রাণপুরুষ বাবী ব্যানার্জী।
এদিন হাওড়ার কদমতলায় ডনবস্কো আসালামে চাইল্ড লাইনের অন্তিম অনুষ্ঠানটি হয়। এদিন চাইল্ড লাইনের বাচ্চাদের জন্য একটি অঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। যার মাধ্যমে তারা নিজেদের মনের ভাব প্রকাশ করে।
অঙ্কণের মধ্যে দিয়ে ছেলে মেয়ের সমানাধিকার পাওয়া উচিত, পরিবেশ দূষণ মুক্ত রাখার মতো বার্তা দেয় চাইল্ড লাইনের বাচ্চাগুলি। হাওড়া চাইল্ড লাইনের সঙ্গে যুগ্মভাবে সাত দিন ধরে এই ধরনের অনুষ্ঠান করতে পারায় খুশি কল্যাণপল্লী সার্বজনীন দুর্গোৎসব ইয়ুথ ক্লাবের কোঅর্ডিনেটর জয়দীপ দে।
আরও পড়ুনঃ নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন দক্ষিণ দিনাজপুরে
এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপ্লুত বাবী ব্যানার্জী। তিনি বলেন, হাওড়া চাইল্ড লাইনের কচিকাঁচাদের সাথে এতটা সময় কাটাতে পেরে খুশি তিনি।
আগামী দিনে হাওড়া চাইল্ড লাইন এবং কল্যাণপল্লী সার্বজনীন দুর্গোৎসব ইয়ুথ ক্লাব একসাথে যাতে আরও এরকম কাজ করে সেই কামনা করেন বাবী। চাইল্ড লাইনের বাচ্চাদের শুভেচ্ছা জানিয়ে একটি গানও পরিবেশন করেন তিনি। সবমিলিয়ে জমজমাট ছিল এদিনের অনুষ্ঠান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584