নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
রবিবার মেদিনীপুর শহরের স্বনামধন্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গিকম্ ডান্স অ্যাকাডেমির ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রেক্ষাগৃহ প্রদ্যোত স্মৃতি সদনে।
নটরাজ মূর্তিতে মাল্যদান ও নৃত্যের আঙ্গিকে প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার অধ্যক্ষা নৃত্যশিল্পী শ্বাশতী শাসমল। মনোগ্রাহী নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত দর্শকদের মন জয় করেন আঙ্গিকমের কচিকাঁচাদের থেকে শুরু করে বড়োরাও।
আরও পড়ুনঃ রায়গঞ্জের বিধানমঞ্চে মহিলা তৃণমূলের কর্মীসভার আয়োজন
বিভিন্ন আঙ্গিকের নৃত্যে সাজানো সর্বাঙ্গসুন্দর এই অনুষ্ঠানের মূল আকর্ষণগুলি ছিল শ্রাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান ‘নৃত্যজ্যোতি’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে নৃত্য নিবেদন ‘কৃপণ’, সমকালীন পরিবেশ সচেতনতার ভাবনায় নৃত্য নিবেদন ‘অরণ্য চাই’, মাদলের তালে তালে লোকনৃত্য ‘মারাং বুরু’, এবং নৃত্যের আঙ্গিকে কচিকাঁচাদের নাটক ‘লালকমল ও নীলকমল’।
আরও পড়ুনঃ বিয়ের অনুষ্ঠানে অতিথিদের চারাগাছ বিতরণ
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সঙ্গীত শিল্পী হায়দার আলি, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, সাহিত্যিক বিদ্যুৎ পাল, উদ্যোগপতি মদনমোহন মাইতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লক্ষণচন্দ্র ওঝা, শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, মনিশংকর শাসমল, বিশ্ব বন্দ্যোপাধ্যায়, জয়া মুখার্জি, বিশ্বজিৎ কুন্ডু, প্রদীপ কুমার বসু-সহ মেদিনীপুরের সাংস্কৃতিক জগতের অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে সংস্থার কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584