নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
শ্রী শ্রী সারদা দেবীর ১৬৭ তম জন্মতিথি উৎসব বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে শুরু হয়েছে। বুধবার ভোর সাড়ে চারটেয় মঙ্গলারতীর পাশাপাশি এদিন সকালে শ্রী শ্রী মায়ের বিশেষ পুজাপাঠ অনুষ্ঠিত হয়। পরে মাতৃমন্দিরের সন্ন্যাসী, স্থানীয় বাসিন্দা, ভক্তবৃন্দ, ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
অন্যান্য বছরের মতো এবছরও শ্রী শ্রী সারদা দেবীর জন্মতিথি উপলক্ষ্যে প্রচুর পূণ্যার্থী জয়রামবাটি মাতৃমন্দিরে পৌঁছে গেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা আরও বাড়তে শুরু করেছে। মাতৃমন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দিন ব্যাপী নানান ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
এদিন জয়রামবাটি মাতৃমন্দিরে উপস্থিত কলকাতা থেকে আসা সায়নী থেকে এখানে দীক্ষিতা মালা মণ্ডল বলেন, এখানে আসলেই দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। সারা বছর ধরে অসংখ্য মানুষ এখানে আসেন, আজকের দিনে সেই সংখ্যাটা কয়েক গুণ বেড়ে যায় বলে তারা জানান।
আরও পড়ুনঃ বিশ্বমাদক বিরোধী দিবসে শোভাযাত্রা কোলাঘাটে
জয়রামবাটি মাতৃ মন্দিরের পক্ষে স্বামী ধ্যাননিষ্ঠানন্দ মহারাজ বলেন, মঙ্গলারতীর মধ্য দিয়ে শ্রী শ্রী মায়ের ১৬৭ তম জন্মতিথি উৎসব শুরু হয়েছে। সারা দিন ধরেই নানান অনুষ্ঠান থাকছে। দেশ বিদেশ থেকে ভক্ত সমাবেশ হয়েছে। বিকেলের ধর্মসভায় কামারপুকুর মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ সভাপতিত্ব করবেন বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584