শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আজ ২৫ জানুয়ারি সারা দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস।এই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হলো জাতীয় ভোটার দিবস।
এই অনুষ্ঠান উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসনের নিজস্ব সভাকক্ষ বালুছায়া সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, বালুরঘাট মহাকুমার মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা।
আজ এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক নিখিল নির্মল। আজ এই অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দিয়ে তাদের ভোটাধিকার প্রদান করেন জেলাশাসক নিখিল নির্মল সহ অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের ভোটার দিবস উদযাপন বহরমপুরে
এই অনুষ্ঠানে ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন কমিশনের তরফ থেকে অনুষ্ঠিত হওয়া এবং কুইজ কম্পিটিশনের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ভোটার দিবসের মঞ্চ থেকে জেলা নির্বাচন কমিশনের জন্য থিম সং গাওয়ায় জেলার ডিএম ডিসি ব্রিট্টো লেপচাকে সম্মানিত করা হয়
। আজ এই অনুষ্ঠানে সাধারণ ভাবে এবং সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শপথ বাক্য পাঠ করানো হয় দক্ষিণ দিনাজপুর জেলার জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে। নির্বাচন কমিশনের এই অনুষ্ঠান উপলক্ষে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584